৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১৬:০৯ অপরাহ্ন


হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে ইকবাল মাহমুদের মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে ইকবাল মাহমুদের মামলা ইউএস কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিপিবি )


ধর্মীয় বিদ্বেষ, জাতিগত বৈষম্য এবং প্রতিশোধমূলক আচরণের অভিযোগে মুসলিম ইউএস কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিপিবি ) অফিসার মো. ইকবাল মাহমুদ হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বিরুদ্ধে গত ৪ অক্টোবর মিশিগান ফেডারেল কোর্টে দায়ের করেছেন। মামলায় সিপিবি অফিসার মো. ইকবাল মাহমুদ অভিযোগ করেন, তার সুপারভাইজার ইসলামি বিশ্বাস অনুযায়ী, দাড়ি রাখার জন্য তাকে শাস্তি দিয়েছেন। মিশিগানের কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এই অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছিল এবং গত ১০ অক্টোবর শুক্রবার এই মামলাটি মীমাংসিত হয়েছে।

কেয়ার মিশিগানের মতে, এই মুসলিম অফিসার তার ধর্মীয় বিশ্বাসের কারণে দাড়ি রাখার জন্য ধর্মীয় ছাড়ের আবেদন করেছিলেন। কিন্তু তার সুপারভাইজার এই ছাড়ের আবেদন প্রত্যাখ্যান করেন এবং পরে তার ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযোগ রয়েছে যে, এই প্রতিশোধের ফলে অফিসার তার বেতন, সুবিধা, অতিরিক্ত সময়ের কাজের সুযোগ এবং সহকর্মীদের মধ্যে তার সুনাম হারিয়েছেন।

মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন এবং কেয়ার মিশিগানের মাধ্যমে মীমাংসায় অফিসারের জন্য আর্থিক ক্ষতিপূরণ, ধর্মীয় ছাড়ের নিশ্চয়তা এবং ডেট্রয়েট ইউএস কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিপিবি) অফিসের প্রশাসকদের জন্য প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। কেয়ার মিশিগানের নির্বাহী পরিচালক দাউদ ওয়ালিদ বলেন, আমরা আশা করি এই মীমাংসা কাস্টমস ও বর্ডার প্রোটেকশনকে (সিপিবি) তাদের কর্মচারীদের ধর্মীয় বিশ্বাস পালনের অধিকারে কোনো বাধা না দিয়ে কাজ করতে উৎসাহিত করবে।

অফিসার মো. ইকবাল মাহমুদের অ্যাটর্নি, অ্যামি ভি ডুকুর বলেন, সব কর্মচারী, যার মধ্যে ফেডারেল কর্মচারীরাও অন্তর্ভুক্ত, তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যুক্তিসংগত ছাড় পাওয়ার অধিকার রয়েছে। এটি আমাদের সংবিধানের একটি মৌলিক গ্যারান্টি। আমরা আশা করছি যে, এই নিষ্পত্তি কেবল আমাদের ক্লায়েন্টকে তার প্রাপ্য অধিকার নিশ্চিত করবে না, বরং ইউএস কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিপিবি) ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করবে, যাতে সবার প্রতি ন্যায়সংগত আচরণ করা হয়।

শেয়ার করুন