৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৪৩:৫১ অপরাহ্ন


মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটির সভায় বক্তারা
গুণী মানুষকে মূল্যায়ন না করলে সমাজে গুণীজনের সৃষ্টি হয় না
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৪
গুণী মানুষকে মূল্যায়ন না করলে সমাজে গুণীজনের সৃষ্টি হয় না বক্তব্য রাখছেন গোলাম মোস্তফা


ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব গোলাম মোস্তফা খানের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ। ২০ অক্টোবর রোববার সন্ধ্যায় ওয়ারেন শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন বিশিষ্ট কমিউনিটি লিডার মো. সজল আলী। সৈয়দ তায়েফুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক মো. ফয়জুর রহমান (বাহার মাস্টার)। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাবুল মিয়া সোহেল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগানের সহ-সভাপতি মো. খেলা মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-মুহিবুল ইসলাম বকুল, মো. সেলিম, হাজি ফারুক আহমদ, আতিক হোসেন মিটু, নজরুল ইসলাম খান, লিমন চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম, সেলিম আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়জুর রহমান বাহার মাস্টার বলেন, গুণীজনকে মূল্যায়ন না করলে সমাজে গুণী জন্ম হয় না। গোলাম মোস্তফা খান একজন গুণী মানুষ। দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান একজন গুণী মানুষকে যথাযথ মূল্যায়ন করে উদারতার পরিচয় দিয়েছে। প্রবাসে একে অন্যের সঙ্গে পারস্পরিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে ইতিবাচক ফলাফল আসবে এটা আমার বিশ্বাস।

গোলাম মোস্তফা খান সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনের সিংহভাগ সময় মানুষের কল্যাণে কাজ করেছি। প্রবাসে বসবাস করলেও এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাবো। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাজি ফারুক আহমদ।

উল্লেখ্য, গোলাম মোস্তফা খান সপরিবারে স্থায়ীভাবে বসবাসের জন্য মিশিগানে অবস্থান করছেন।

শেয়ার করুন