১৪ ডিসেম্বর ২০১২, শনিবার, ০৪:৪০:২৭ পূর্বাহ্ন


টক অব দ্যা কান্ট্রি
হাসিনার দেশ ছাড়া নিয়ে ড. ইউনুস ও আসিফ নজরুলের চাঞ্চল্যকর তথ্য
সৈয়দ মাহবুব মোর্শেদ
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
হাসিনার দেশ ছাড়া নিয়ে ড. ইউনুস ও আসিফ নজরুলের চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য/ফাইল ছবি


অনেক রহস্য ঘেরা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্টে দিল্লীতে পালিয়ে যাওয়া নিয়ে। আছে রহস্য তিনি আসলে কখন? কোন সময় কিসে চড়ে দিল্লীতে পালালেন? অন্যদিকে পালিয়ে যাওয়ার সময় তাকে কে বা কারা পুরোপুরি সুরক্ষিত অবস্থায় দেশ ছাড়তে সাহ্যায্য করেছিল? এরই মধ্যে এক সাক্ষৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ৫ আগস্টের একটি পরিস্থিতি তুলে ধরেন। তিনি ইঙ্গিত করে বলেন, ৫ আগস্টে ছাত্র-জনতার গণরোষ যখন তুঙ্গে তখন সেই পরিস্থিতিতে দেশ থেকে নিরাপদে বের হতে- সহায়তার জন্য শেখ হাসিনাই সেনাবাহিনীকে ডেকেছিলেন। আর সেনাবাহিনী তাঁকে দেশ থেকে বের হতে, ভারতে চলে যেতে সহায়তা করেছিল। 

এদিকে গত ১৯ নভেম্বর মঙ্গলবার আরেক বিষ্ফোরক মন্তব্য করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্মীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে পরবর্তিতে শেখ হাসিনা নিজেও পালিয়ে গেছেন। 



সেনাবাহিনীকে ডেকেছিলেন শেখ হাসিনা

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ ২৯) ফাঁকে আল-জাজিরাকে সাক্ষাৎকার দেন ড. মুহাম্মদ ইউনূস। গত ১৭ নভেম্বর রোববার এই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরা। সাক্ষাৎকারের একটি পর্বে এরপর উপস্থাপক প্রশ্ন করেন ড. মুহাম্মদ ইউনূসকে। উপস্থাপক জানতে চান, ‘শেখ হাসিনা অভিযোগ করেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। বাইডেন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে আপনি কী মনে করেন?’ উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে হবে। শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন, প্রাণ দিয়েছেন। যখন মব (উচ্ছৃঙ্খল জনতা) সবদিক থেকে তাঁর (শেখ হাসিনা) বাসার দিকে যাচ্ছিল, তখন তাঁর পরিবারই তাঁকে পালাতে বলেছে। কারণ, অন্যথায়, মব পুরো বাড়ি দখল করবে।...এই পরিস্থিতিতে দেশ থেকে বের হতে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীকে ডেকেছিলেন। আর সেনাবাহিনী তাঁকে দেশ থেকে বের হতে, ভারতে চলে যেতে সহায়তা করেছিল। এভাবেই বিষয়টি ঘটেছিল।...এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন। আর তাতে দেশের সব মানুষ যোগ দিয়েছিল।’



এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে গত ১৯ নভেম্বর মঙ্গলবার বলেছেন, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহি চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন। সাংবাদিকদের আইন উপদেষ্টা বলেন, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্মীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে। 



গত ৫ আগস্ট ছাত্র-আন্দোলন ও গণবিক্ষোভের মুখে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে তার দেশত্যোগের পর এখনো অনেক বিষয় পরিস্থিতি নিয়ে আলোচনায় রয়েছে। এর একটি হলো- শেখ হাসিনা কি প্রধানমন্ত্রীর পদে থেকে পদত্যাগ করেছেন নাকি করেন নি? এনিয়ে অনেক কিছু হয়ে গেছে দেশে। তবে এরই মধ্যে জানা গেলো দেশ থেকে বের হতে সহায়তার জন্য শেখ হাসিনা সেনাবাহিনীকে ডেকেছিলেন। আরও জানা গেলো পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্মীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। প্রশ্ন হচ্ছে পরিবার আত্মীয়-স্বজনদের কতজন দেশ থেকে পালালেন? সাথে আরো কারা পালালো? কারা এমন ভাবে পালাতে সাহায্য করলো? আর ২/৩ তিন আগে নিজের আত্মীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে লাখ লাখ কর্মীদের কিভাবে অরক্ষিত ফেলে গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী? এমন প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। 

শেয়ার করুন