৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩৪:৫৮ অপরাহ্ন


মুন্নি সাহা গ্রেপ্তার, গভীর রাতে ছেড়ে দেয় পুলিশ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৪
মুন্নি সাহা গ্রেপ্তার, গভীর রাতে ছেড়ে দেয় পুলিশ


মুন্নি সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাওরানবাজারে আম জনতা তাকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে।  বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজত আছেন বলে জানা গেছে।

তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, কাওরানবাজারে একটি ভবনের নিচে মুন্নি সাহাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সেখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়।

পরে গভীর রাতে সাংবাদিক মুন্নী সাহাকে মধ্যরাতে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, তার বিরুদ্ধে চারটি মামলা আছে। সেসব মামলায় তাকে আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নিতে হবে। যেহেতু তিনি প্যানিক অ্যাটকের শিকার এবং নারী সাংবাদিক। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে ছাড়া হয়েছে।

তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন নেয়ার শর্তে ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় গ্রেফতার মুন্নী সাহাকে ছেড়ে দেয়া হয়েছে।


শেয়ার করুন