অবসরপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমেদকে চেয়ারম্যান করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পরিচালকমণ্ডলী গঠন করা হয়েছে। সরকারি কাজে অভিজ্ঞতাসম্পন্ন এবং সংশ্লিষ্ট দফতরসমূহের শীর্ষস্থানীয় ব্যক্তিদের উপস্থিতি নিঃসন্দেহে প্রকল্প পরিকল্পনা অনুমোদন বিষয়ে গতি আনবে। চেয়ারম্যান স্বয়ং পেট্রোবাংলার গুরুত্বপূর্ণ সময়ে কাজের অভিজ্ঞতা আছে, বুয়েটের পেট্রোলিয়াম অনুষদের অধ্যাপিকা অবদান রাখবেন। কিন্তু পরিচালকমন্ডলীতে অবশ্যই বাংলাদেশে পেট্রোলিয়াম অনুসন্ধান বিষয়ে অভিজ্ঞ অন্তত একজন কারিগরি কর্মকর্তা থাকা জরুরি ছিল। পেট্রোলিয়াম অনুসন্ধান এবং খননকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে কাজের আগে, কাজের সময় এবং কূপের উৎপাদন মুহূর্তে অনেক তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। যেগুলো সুচারুভাবে সম্পাদনের জন্য অন্তত একজন প্রমাণিত অভিজ্ঞতাসম্পন্ন কারিগরি কর্মকর্তার অবদান রাখার সুযোগ ছিল। দেশের দীর্ঘস্থায়ী জ্বালানি নিরাপত্তা সৃষ্টির জন্য বাপেক্সের বর্তমান প্রকল্পগুলো অতিশয় গুরুত্বপূর্ণ।
বাপেক্স পরিচালকমণ্ডলী
চেয়ারম্যান : ইসতিয়াক আহমেদ, সাবেক সচিব বন এবং পরিবেশ মন্ত্রণালয়
পরিচালক: জনেন্দ্র নাথ সরকার, চেয়ারম্যান পেট্রোবাংলা, ইউনুস মিয়া, প্রধান (অতিরিক্ত সচিব), শিল্প এবং শক্তি বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন: মোহাম্মদ আবু সায়িদ, মহাপরিচালক-১ (অতিরিক্ত সচিব), প্রধান উপদেষ্টার কার্যালয়: হোসনে আর বানু, এমএসসি, পিএনজি, পিএমপি, প্রফেসর এমআইএসটি, বুয়েট: মোহাম্মদ শোয়েব, ব্যাস্থাপনা পরিচালক বাপেক্স।
আশা করি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাপেক্স বোর্ডে সর্বোচ্চ অটোনমি দেওয়া হবে। বোর্ডের সিদ্ধান্তকে প্রাধিকার দেওয়া হবে কাজের স্বার্থে।