১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৩৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ঢাবি এলামনাই’র একুশ উদযাপন কমিটির সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০১-২০২৫
ঢাবি এলামনাই’র একুশ উদযাপন কমিটির সভা একুশ নিয়ে ঢাবি এলামনাই’র অনুষ্ঠানে উপস্থিতি


গত ১২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র উদ্যোগে সম্মিলিত মহান একুশ উদযাপন-২০২৫ উপলক্ষে অন‍্যান‍্য বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা জ‍্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভাপতি এমএস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন সরকারের পরিচালনায় সভায় আসন্ন একুশ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে যথাক্রমে আহবায়ক ও সদস্য সচিব মনোনীত করে সম্মিলিত মহান একুশ উদযাপন পরিষদ ঘোষণা করা হয়। সেই সাথে সাংস্কৃতিক উপ-পরিষদ, শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা উপ-পরিষদ, অর্থ উপ-পরিষদ, প্রকাশনা উপ-পরিষদ, স্বেচ্ছাসেবক উপ-পরিষদ, রেজিস্ট্রেশন উপ-পরিষদ ও অভ্যর্থনা উপ-পরিষদ গঠন করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোহাম্মাদ হোসেন খান, সাইদা আক্তার লিলি, মোল্লা মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ তালুকদার, স্বপন বড়ুয়া, মোঃ হানিফ মজুমদার, আজহার আলী খান, মোঃ গোলাম মোস্তফা, মোঃ ইউসুফ আলী, মোঃ আব্দুল মতিন, নুপুর চৌধুরী, শাবিনা শারমিন নিহার, মীর কাদের রাশেল, আক্তার আহমেদ রাশা, শামীম আরা বেগম, শবনম পাপড়ী, ফতে নুর আলম বাবু, শফি আলম আনসারি, বেলায়াত হোসেন চৌধুরী, মনোয়ারুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান, সবিতা দাস, ডঃ রুমা রায় চৌধুরী, আলপনা গুহ ও অন্তরা সাহা প্রমুখ।

সকল নেতৃবৃন্দ আগামী একুশ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। একুশ উদযাপনের অংশ হিসেবে আগামী ১৬ ফেব্রুয়ারি শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং একুশের মূল অনুষ্ঠান আগামী ২০শে ফেব্রুয়ারি কুইন্স প‍্যলেসে অনুষ্ঠিত হবে। প্রবাসী সকল সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সবাইকে বিশাল এই আয়োজনে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন