১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ০৪:০০:১৫ পূর্বাহ্ন


দেশকে অপি করিম
এসব থামান এবং নিজেদের সময় নষ্ট করা থেকে বিরত থাকুন
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
এসব থামান এবং নিজেদের সময় নষ্ট করা থেকে বিরত থাকুন অপি করিম


অপি করিম। বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। যিনি একসময় অসংখ্য নাটক ও টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত থেকে দর্শকদের মন জয় করেছিলেন। তবে বর্তমানে তিনি অভিনয়ে বেশ অনিয়মিত। বিশেষ দিনগুলিতে কিছু বিশেষ নাটক বা অনুষ্ঠানে তার উপস্থিতি দর্শকদের জন্য এক ধরনের চমক হিসেবে দেখা হয়। ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত সাদামাটা এবং নিরিবিলি সময় কাটাতে পছন্দ করেন তিনি, যা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে সক্রিয় না থাকতে সাহায্য করেছে। সম্প্রতি তিনি ফেসবুকে একটি পোস্টে তার জীবনযাপন এবং ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বক্তব্য রেখেছেন। এ নিয়ে তিনি কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির

প্রশ্ন: সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি খুব বেশি সক্রিয় নন, এর কারণ কি?

উত্তর: আমার জীবনযাপন অনেকটাই শান্তিপূর্ণ এবং নিরিবিলি। আমি অনেক হট্টগোল পছন্দ করি না, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন সক্রিয়ও না। আমার দিনগুলো পরিবার, কাজ, বই পড়া, ছবি আঁকা এবং গাছের যত্ন নেওয়ার মধ্যে কাটে। ফোন আমার কাছে বিশেষ প্রয়োজনীয় নয়। শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজের জন্য ফোন ব্যবহার করি, তবে সাধারণত ফোনে তেমন ছবি তোলা হয় না, সেলফি তোলারও অভ্যাস নেই।

প্রশ্ন: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কমানোর সিদ্ধান্ত কেন নিলেন?

উত্তর: আমি মনে করি, প্রযুক্তি আমাদের অনেক সুবিধা দেয়, তবে আমি এটিকে যথাযথভাবে ব্যবহার করতে চাই। আমি শারীরিক এবং মানসিক শান্তি বজায় রাখতে চাই। তাই আমি একেবারে নিজের জন্য সময় বের করি এবং কম প্রযুক্তি ব্যবহার করি। টিভিতে আয়েশ করে কিছু ভালো কন্টেন্ট দেখি বা জ্যামে বসে ইউটিউব থেকে গল্প শুনি, চোখ বন্ধ করে, যা আমার জন্য ভালো অভিজ্ঞতা। এতে মনে হয়, সময় অনেকটা বেঁচে যায় এবং আমি শান্তিতে থাকি।

প্রশ্ন: তবে সম্প্রতি আপনি ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, এটি নিয়ে কী বলবেন?

উত্তর: হ্যাঁ, কিছু দিন ধরে সামাজিক মাধ্যমগুলোতে আমার নামে অনেক ভুয়া অ্যাকাউন্ট এবং পেজ খোলা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে। আমি কখনও এমনভাবে কথা বলি না বা লিখি না। যাদের কাছের মানুষ আমি, তারা জানেন যে এই ধরনের পোস্টগুলি আমার পক্ষে নয়। যারা এসব করছে, তাদের অনুরোধ করি, নিজের নাম দিয়ে লিখুন। মিথ্যা কথার ওপর ভিত্তি করে অন্য কারো নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নয়।

প্রশ্ন: আপনি কি মনে করেন, এসব ভুয়া অ্যাকাউন্ট এবং বিভ্রান্তি তৈরি করার জন্য দায়ী ব্যক্তিরা কি কোনো উদ্দেশ্য নিয়ে এগুলো করছে?

উত্তর: আমি ঠিক জানি না, কেন তারা আমার নামে এসব করছে, তবে তারা অনেক সময় ধরে এসব করছে এবং তারা যেন আমার ব্যক্তিগত জীবন এবং চিন্তা-ভাবনা সম্পর্কে পুরোপুরি অবহিত। এটি আমাকে খুব বিরক্ত করছে এবং বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে আমি শুধু চাই, তারা যেন এসব থেকে বিরত থাকে।

প্রশ্ন: ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর প্রতি আপনার প্রতিক্রিয়া কী?

উত্তর: আমি সত্যিই বিরক্ত। বেশ কিছু ভুয়া পেজে লাখেরও বেশি অনুসারী রয়েছে এবং সেগুলো থেকে আমার নাম নিয়ে নানা ধরনের পোস্ট করা হচ্ছে। এ কারণে আমার পারিবারিক ছবি পর্যন্ত শেয়ার করা হয়েছে। আমি তাদের কাছে অনুরোধ করছি, এসব থামান এবং নিজেদের সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। পরিবর্তে, চোখ বন্ধ করে গল্প শুনুন বা বই পড়ুন।

প্রশ্ন: আপনার পরবর্তী পরিকল্পনা বা কাজ কী?

উত্তর: আমার কাজের প্রতি আগ্রহ আছে, তবে আমি চাই ধীরে ধীরে কাজ করতে। বিশেষ দিবসগুলোতে আমি কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং ভালো কাজ করতে চাই। আমি তেমন দ্রুতগতিতে কাজ করি না, তবে সময় পেলেই কিছু নতুন কিছু কাজ করতে আগ্রহী।

প্রশ্ন: আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় না থাকার জন্য আপনার ভক্তদের কাছে কিছু বার্তা থাকলে বলুন?

উত্তর: আমি চাই, তারা যেন জানে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু হচ্ছে, তা আমার পক্ষ থেকে নয়। আমি যতটা সম্ভব নিজের শান্তি বজায় রাখতে চাই এবং তাই সেভাবেই জীবন যাপন করছি। আমি তাদের বলবো, যেন তারা নিজের জীবন উপভোগ করে এবং বিভ্রান্তি থেকে দূরে থাকে।

শেয়ার করুন