৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৫০:৪১ অপরাহ্ন


নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের মে দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের মে দিবস পালন বক্তব্য রাখছেন ফয়েজ চৌধুরী


মে দিবস মানুষকে অধিকার আদায়ের শিক্ষা দিয়ে থাকে। ১৮৮৬ সালে রক্ত দিয়ে বিশ্বের শ্রমজীবী মানুষ অধিকার আদায়ে সক্ষম হলেও আজও বিশ্বের বহু দেশে শ্রমিক সমাজ নির্যাতিত হচ্ছে। তাদের ন্যায়সংগত অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এখনো বাংলাদেশের বহু জায়গায় শ্রমিকের রক্তমাখা ঘামে লুটেরা ধনিকশ্রেণি সম্পদের পাহাড় গড়ে তুললে সক্ষম হলেও শ্রমিকরা ন্যায়সংগত মজুরি পাচ্ছে না। পাচ্ছে না বেঁচে থাকার ন্যূনতম অধিকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন ওয়ের্জ বোর্ড গঠন, মিলকারখানায় আট ঘণ্টা সময় নির্ধারণ এবং ওভার টাইম প্রথা প্রবর্তন করেছিলেন-কথাগুলো উচ্চারিত হয়েছে ১ মে শ্রম অধিকার দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তাদের কণ্ঠে। মে দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্রঙ্কসের আক আসকা চাইনিজ রেস্টুরেন্টে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, প্রাক্তন যুগ্ম আহ্বায়ক এ জি এম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম, শরিফুল হক খালিশদার, সোহেব আহমদ, সেবুল খান মাহবুব, সুলতান মাহমুদ সিদ্দিকি, আনোয়ারুল আলম ভূইয়া, মোহাম্মদ আলী রাজা, শেখ আক্তার হোসেন নানু, আব্দুর রহমান দুলাল, আব্দুর রব কাওছার আহমদ, মোমেন মুন্না, হেলাল উদ্দিন, আব্দুল মোতাল্লিব, আসাদুজ্জামান, মোমতাজ আহমদ, হাবিব আহমদ, সেক্সপিয়ার জামান প্রমুখ।

আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোমতাজ আহমদ। অনুষ্ঠানে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন