১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পর পর দুটো অনুষ্ঠানের আয়োজন করেন। গত ৩ মে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এবং ৪ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্ব এবং পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মনির হোসেন, দেওয়ান কাউসার, রাফেল তালুকদার, আশরাফুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, আমরা আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমাদের সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। তিনি আরো বলেন, এই সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে এই সরকারের মধ্যে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রেতাত্মারা রয়েছে। তারা এখনো বিএনপি এবং ছাত্রসমাজের ওপর নির্যাতন করছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করা হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। তিনি সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা সরকারের নিয়ন্ত্রণে ছিল। তাদের সরকারি নিরাপত্তায় রাখা হয়। কিন্তু তারা কীভাবে পালিয়ে গেল? তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।

আব্দুল কাদেরসহ অন্যান্য বক্তারা বাংলাদেশে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানান। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কারণেই হাসনাত আবদুল্লাহর মতো নেতার ওপর প্রকাশ্যে হামলা করা হচ্ছে। তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তারা বলেন, এই সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি, প্রয়োজনে আমরাই তাদের পতন ঘটাবো।

শেয়ার করুন