১৮ মে ২০১২, শনিবার, ৬:১২:৫২ পূর্বাহ্ন


বন্যাদুর্গতদের জন্য যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির অর্থ সংগ্রহ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২২
বন্যাদুর্গতদের জন্য যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির অর্থ সংগ্রহ বক্তব্য রাখছেন আব্দুন নূর ভুঁইয়া


 ‘সিলেট বাঁচাও, বাংলাদেশ বাঁচাও’ স্লোগানকে ধারণ করে সিলেটের বন্যাদুর্গতের জন্য আর্থিক সাহায্যের হাত প্রসারিত করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে ব্যাপক সাড়া পেয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে ২৩ এবং ২৪ জুন নিউইয়র্কে বাঙালির প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে অর্থ সংগ্রহ করেছে। এই কর্মসূচিতে দল-মত-নির্বিশেষে অভিবাসী বাংলাদেশিরা তাদের সাধ্যমতো দান করেছেন।

এই অর্থ সংগ্রহ কর্মসূরি পরিচালনায় ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুন নূর ভুঁইয়া ও সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারী টুটুল, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, ইকবাল হোসেন। কর্মসূচি সফল করতে এগিয়ে আসেন জ্যাকসন হাইটসের বাংলাদেশি নেতৃস্থানীয় ব্যবসায়ীরা।

যাদের মধ্যে অন্যতম জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের দুই গ্রুপের সভাপতি হারুন ভুঁইয়া ও গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও তারেক হাসান খান, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির সভাপতি লিটু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব সাহা, শো টাইম মিউজকের সিইও আলমগীর খান আলম, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, লায়ন্স কাবের সভাপতি আহসান হাবীব, শাহাদত হোসেন রাজু, প্রমুখ।

সদস্য সচিব আসেফ বারী টুটুল জানান, দুদিনে আমরা প্রায় ৪ হাজার ডলারের মত সংগ্রহ করেছি। আগামীতে আরো অর্থ সংগ্রহ করা হবে। সেই সাথে আমাদের প্রতিটি সদস্য অর্থ প্রদান করবেন এবং পুরো অর্থ বাংলাদেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় ত্রাণতহবিলে পাঠানো হবে।

শেয়ার করুন