গত ২২ জুন রোববার নিউইয়র্কের কুইন্স প্যালেসে রবীন্দ্র একাডেমি এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি, রাষ্ট্রচিন্তক এবং পাবলিক ইন্টেলেকচুয়াল কাজী জহিরুল ইসলামকে বিশেষ সম্মাননা জানিয়েছে। ওই দিন তারা পঞ্চকবির গান নিয়ে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন- বাংলা গানের এই পাঁচ স্রষ্টার গান পরিবেশন করেন প্রায় অর্ধশত শিল্পী। বিশেষ করে নতুন প্রজন্মের শিল্পীরা তাদের কণ্ঠমাধুর্য এবং শুদ্ধ সুর ও তাল, লয়ের চমক দেখিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
কাজী জহিরুল ইসলাম বলেন, এই পাঁচ কবি বাংলা গানের যে শেকড় নির্মাণ করেছেন তা প্রোথিত আমাদের হৃদয়ের গভীরে। সেই শেকড়ের সঙ্গে প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের বাঙালিদের যুক্ত করার প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ। এমন আয়োজন আরো বেশি হওয়া দরকার। তিনি রবীন্দ্র নাথ ঠাকুর সম্পর্কে বলেন, উত্তর প্রজন্মের একজন কবি হিসেবে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কৃতজ্ঞ, কারণ তিনিই বাংলা ভাষাটিকে আমাদের জন্য নির্মাণ করে দিয়েছেন। গদ্যে, পদ্যে এবং গীত রচনায়-এই ত্রিধারায় ভাষার কৌলিন্য ঠিক রেখেই ভাষাটিকে গণমানুষের প্রতিদিনের ব্যবহার উপযোগী করে গড়ে তুলেছেন। ফলে আজ আমরা খুব সহজেই প্রমিত বাংলায় লিখতে, পড়তে এবং বলতে পারছি।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় শিল্পী রথীন্দ্রনাথ রায়, শিল্পী দেবু চৌধুরী ও শিল্পী অনুপ বড়ুয়াকে।