৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ৬:৩৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


গুলি করে হত্যাকে সরকার উৎসাহ দিচ্ছে --তানিয়া রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২২
গুলি করে হত্যাকে সরকার উৎসাহ দিচ্ছে --তানিয়া রব তানিয়া রব/ফাইল ছবি


জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেছেন, রাষ্ট্রের নাগরিক হত্যায় সরকার কোন দুঃখ প্রকাশ না করে বরং বিরোধীদলের সভা সমাবেশে পুলিশকে গুলি করে মানুষ হত্যায় সরকার উৎসাহ যোগাচ্ছে। নিরস্ত্র জনতার সমাবেশে পুলিশ আত্মরক্ষার্থে নয়  অবৈধ রাষ্ট্র ক্ষমতাকে ধরে রাখতে সরকারের নির্দেশেই গুলি করছে। 

আজ নোয়াখালী জেলা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে তানিয়া রব এসব কথা বলেন। তারার মেলা নোয়াখালীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযাদ্ধা মোহম্মদ উল্লাহ।বক্তৃতা করেন আমির হোসেন বিএসসি , আবুল কালাম মাস্টার,  আব্দুল মোতালেব,  সোহরাব হোসেন,  নুর রহমান(সাবেক চেয়ারম্যান),  শহীদ উল ইসলাম খোকন,  হাবীবুর রহমান,  লোকমান হোসেন বাবলু,   ইকবাল হোসেন ও তৌফিকুজ্জামান পিরাছা প্রমুখ।

তানিয়া রব আরো বলেন,  কী কারণে বুলেট  বা গুলি ব্যবহার করতে হচ্ছে, কী কারণে প্রাণহানি ঘটল, হত্যা কি অনিবার্য হয়ে পড়েছিল কিনা তার কোন তদন্ত না করে বরং অতি উৎসাহী পুলিশের গুলিবর্ষণের বেআইনী ঘটনাকে সরকার প্রকারান্তরে উৎসাহ  দিয়ে যাচ্ছে। সরকারের আনুগত্য জনগণ প্রতি নয় পুলিশের প্রতি। 

তিনি আরো বলেন, পুলিশ বিরোধী দলের উপর নির্মম নির্যাতন ও গুলি চালালে সরকারের মন্ত্রীগণ আনন্দে বিগলিত হয়ে বিরোধীদলকে দোষারোপের বয়ান দিতে শুরু করেন কিন্তু এর কোন সুষ্ঠু তদন্তের প্রয়োজন বোধ  করেন না। আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। কারণ তারা বিশ্বাস করে রাজপথে আর কোনদিন তাদের আন্দোলন করতে হবে না, তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবেন। কিন্তু ইতিহাসের গতিপথ অচিরেই নির্ধারিত হয়ে যাবে। প্রতিটি গুম খুন হত্যার জবাব দিতে হবে।

শেয়ার করুন