৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০২:১৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


চাক শুমার এবং এরিক অ্যাডামসকে টিবিএন টিভির প্রকৃত বন্ধু খেতাব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
চাক শুমার এবং এরিক অ্যাডামসকে টিবিএন টিভির প্রকৃত বন্ধু খেতাব টিবিএন’র পক্ষে থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে সিনেটর চাক শুমার ও মেয়র এরিক অ্যাডামসকে


বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে বাংলাদেশীদের ইতিহাস খুব পুরনো নয়, তবে খুব নিকটেরও নয়। এখনো প্রথম প্রজন্মের হাত ধরাধরি করে চলছে দ্বিতীয় প্রজন্ম। তাও একবারে সঠিক নয়। ভাল অবস্থানে দ্রুত আগ্রসরমান দ্বিতীয় প্রজন্ম। কিন্তু খুব অল্প সময়ে দ্রুত বর্ধমান এই কমিউনিটি নিউ ইয়র্কের প্রতিটি স্তরেই রাখছে অবদান। আর তাদের অগ্রযাত্রায়, কমিউনিটি বিনির্মানে টিবিএন টোয়েন্টি ফোর আমেরিকার মূল ধারার রাজনীতি, অর্থনীতিসহ সামাজিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে তথ্য দিয়ে সমৃদ্ধ করছে। গণমাধ্যমটির লক্ষ্য কমিউনিটিকে রাজনৈতিক শক্তিতে বলিয়ান করা। যার সুফল এরইমধ্যে আসতে শুরু করেছে এবং প্রতিষ্ঠানটি এরইমধ্যে পরিণত হয়েছে বাংলাদেশী আমেরিকানদের কন্ঠস্বরে। আর বাংলাদেশীদের এই অগ্রযাত্রায় যে রাজনীতিবিদরা ভূমিকা রাখছেন তাদের মধ্যে অন্যতম সিনেট মেজরিটি লিডার চাক শুমার এবং নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। তাই টিবিএন টোয়েন্টি ফোর এই দুই শীর্ষ রাজনীতিবিদকে দিলেন ’ট্রু ফ্রেন্ড অব বাংলাদেশী আমেরিকান কমিউনিটি’ খেতাব। 

গত ২ এপ্রিল রোববার টিবিএন টোয়েন্টি ফোর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন সিনেট মেজরিটি লিডার চাক শুমার, নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসসহ স্টেটের সিনেটর, এ্যাসেম্বলি মেম্বার, কাউন্সিলম্যানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় টিবিএন টোয়েন্টি ফোরের সিইও আহমেদুল বারো ভূইয়া কমিউনিটির উন্নয়নের তাদের ভূমিকার স্বীকৃতি হিসেবে দুই শীর্ষ রাজনীতিবিদের হাতে তুলে দেন ট্রু ফ্রেন্ড ক্রেস্ট। 

টিবিএন ২৪ যেভাবে পুরো কমিউনিটিকে সংঘবদ্ধ করতে ভূমিকা রাখছে তার প্রশংসা করনে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। টিবিএন ২৪ কে ব্যবহার করে নিউইয়র্ক সিটির কম্যুনিটিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এ চ্যানেলকে ব্যবহার করে কর্মসংস্থান বৃদ্ধি, রাজনৈতিক সচেতনতা বাড়ানোর পরার্মশ দেন মেয়র। তিনি আরো বলনে, ধর্মীয় ভাবার্দশ একটি গুরুত্বর্পূণ বিষয়। এটি ব্যবহার করে কম্যুনিটিকে আরো আদর্শিক ও নীতিবান হিসাবে গড়ে তোলা সম্ভব। ধর্মীয় আচার-অনুষ্ঠান একজন মানুষকে সত্যিকার নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়তা করে বলে জানান মেয়র এরিক অ্যাডামস।

ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে নিউইয়র্কে বাংলাদেশী কম্যুনিটির ভূয়সী প্রশংসা করেছেন সিনেট মেজরিটি লিডার চাক শুমার। তিনি বলেন, শিক্ষা, মাথাপিছু আয়সহ বিভিন্ন দিক থেকে বাংলাদেশীরা স্থানীয় আমেরিকার নাগরিকদের চেয়ে এগিয়ে গেছে। তারা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই আইন সংস্কার করে আমেরিকায় আরো বেশিসংখ্যক বাংলাদেশীকে আনার প্রতিশ্রুতি দেন সিনেটার চাক শুমার।

জাতীয় পর্যায়ের সংবাদ প্রচার করে টিবিএন সবার মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে বলে জানান টিবিএন এন২৪ এর সহ প্রতিষ্ঠাতা হাবিব রহমান।

শেয়ার করুন