২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৩:২৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


জাতীয় গ্রীডে ত্রুটিতে বিদ্যুৎ বিপর্যয়: পর চার ঘন্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হওয়া শুরু
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২২
জাতীয় গ্রীডে ত্রুটিতে  বিদ্যুৎ বিপর্যয়: পর চার ঘন্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হওয়া শুরু ধীরে ধীরে বিদ্যুৎ রিষ্টোর শুরু। ছবি সংগৃহীত


জাতীয় গ্রিডের ত্রুটিতে (পূর্বাঞ্চলে ) আজ মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিট থেকে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসে। এতে করে যমুনা নদীর এপাড় অর্থাৎ ঢাকা-গাজীপুর পাড়ে বিদ্যুৎহীন হয়ে পরে। এর ফলে রাজধানী ঢাকা,চট্টগ্রাম,কুমিল্লা, ও সিলেট অঞ্চলের বিস্তৃতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। 

দীর্ঘ উৎকন্ঠার পর সন্ধ্যা সাতটার পর থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করে। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফাইড ফেসবুকে তথ্য দিয়েছেন যে,



ঢাকা ও আশেপাশের অঞ্চলে দ্রুত বিদ্যুৎ রিস্টোর হচ্ছে। এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানা যায়- টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে। ঢাকায় লোড বেশি হবার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারেও জানানো হয়। তবে পুরাপুরি বিদ্যুৎ পেতে আরো কিছুটা সময় লেগে যাবে বলে জানানো হয়।  



অন্য এক সুত্র জানিয়েছে বিদ্যুৎ বিপর্যয়ের চার ঘন্টা পর ঢাকার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে যায়অ এলাকাগুলোর মধ্যে ছিল গুলশান,উত্তরা, বারিধারা, মিরপুর সহ কয়েকটি এলাকা। সন্ধ্যা ৬টা থেকে ওই সব স্থানে বিদ্যুৎ বিতরন শুরু হয়। তবে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকার ফলে সব এলাকায় রেশনিং সিস্টেমে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এতে করে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার পর আবার লোডশেডিং হচ্ছে। তবে সংশিলিষ্ট বিভাগ থেকে রাত নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ করা হয়েছে। 


শেয়ার করুন