০২ মে ২০১২, বৃহস্পতিবার, ১০:০৬:১৬ অপরাহ্ন


বিয়ানীবাজার সমিতিকে কম্পিউটার হস্তান্তর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
বিয়ানীবাজার সমিতিকে কম্পিউটার হস্তান্তর কম্পিউটার ও প্রিন্টার হস্তান্তরের সময় উপস্থিতি


গত ৩১ মার্চ বাদ ইফতার বিয়ানীবাজার সমিতির নিজস্ব ভবনে সোহেল আহমদ ও সাব্বির আহমদের ব্যবসা প্রতিষ্ঠান জেডএএন ওয়াইসি ট্রেনিং সেন্টার ও স্রিটিভির সৌজন্য বিয়ানীবাজার সমিতিকে কম্পিউটার ও প্রিন্টার হস্তান্তর করে। আনুষ্ঠানিকভাবে সাব্বির আহমদ বিয়ানীবাজার সমিতির বর্তমান সহ-সভাপতি মুহিবুর রহমান রুহুল ও সেক্রেটারি রেজাউল আলম অপুর কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে বর্তমান সভাপতি এতেকাফে থাকার কারণে সহ-সভাপতি মুহিবুর রহমান রুহুল সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি রেজাউল আলম অপু।

ধন্যবাদ জানিয়ে বক্তেব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক চৌধুরী, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, সাবেক সেক্রেটারি মিছবাহ আহমদ। উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, উপদেষ্টা গহর চৌধুরী কিনু, এনা চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি আতাউর রহমান সেলিম, মাথিউরা সমিতির সভাপতি কমর উদ্দীন সমিতির সেক্রেটারি ছফর উদ্দীন লোদী, উপদেষ্টা আব্দুল হামিদ, সহ-সভাপতি ফয়সল আহমদ, আব্দুল কুদ্দুস টিটু, আব্দুল হাছিব, বিয়ানীবাজার সমিতির বর্তমান কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু প্রমুখ। এর পূর্বে ২০ ফেব্রুয়ারি সমিতির সাধারণ সদস্য খায়রুল ইসলাম খোকন ও খালেদুর রহমান সমিতির ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য চারটি সিকিউরিটি ক্যামেরা ও ৩২ ইঞ্চি মনিটর দান করেন।

শেয়ার করুন