২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৫:৪৩:৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


ডারবানে ফাইটব্যাক বাংলাদেশের
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২২
ডারবানে ফাইটব্যাক বাংলাদেশের ব্যাট হাতে করেছেন ৫৩। এখনও ক্রিজে। আজ নামবেন। ডারবান টেস্টে বাভুমার দৃষ্টিনন্দন : ছবি ক্রিকইনফো


ডারবান টেস্টের প্রথম দিনে পূর্ণ  হতে পারেনি,  আধা ঘণ্টা দেরিতে শুরু হওয়া খেলা শেষ হয় বেশ আগেই। ৭৬ দশমিক পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকা করেছে ২৩৩ রান ৪ উইকেটে সংগ্রহের পর দিনের খেলার পরিসমাপ্তি। তবে কিছুটা বৈচিত্র লক্ষ্য করা গেছে। 

যেমনটা খেলায় শুরু থেকেই বেশ দাপট ছিল স্বাগতিকদের বিশেষ করে প্রথম সেশনটা ছিল তাদেরই, বৈশ্য ওই সময় পর্যন্ত বিনা উইকেটে ৯৫ রান সংগ্রহ ছিল তারা। কিন্তু লাঞ্চের পর থেকে খেলায় ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে আসে বাংলাদেশে। একে একে তুলে নেয় তারা টপ অর্ডার চার ব্যাটসম্যান কে। দিনশেষে খেলায় কারো  একচ্ছত্র প্রধান্য এটা বলা যাবে না। দু'দলই রয়েছে সমান্তরালে। কারণ একেতো খেলা শেষ হয়েছে প্রথম দিন। দ্বিতীয়তঃ সাউথ আফ্রিকা ইতিমধ্যে তাদের শীর্ষ চার ব্যাটসম্যানকে হারিয়েছে।

 এদিকে বাংলাদেশে ভালো অ্যাডভান্টেজ বলা যায় একার্থে। আজ প্রথম ও দ্বিতীয় সেসনটা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চেষ্টা অবশ্যই দ্রুত অলআউট করা। সেটা কিছুটা রান দিয়ে হলেও। আশার কথা বাংলাদেশ ধীরে হলেও দেরিতে হলেও বোলাররা তাদের লাইন ঠিক করতে পেরেছে। ফলে আজ যদি ওই লাইনে রেখে বোলিংটা করতে পারে, তাহলে টার্গেট পুরন সম্ভব। ম্যাচে ব্যাটিংয়ে রয়েছেন ভামুমা ৫৩ রান নিয়ে ও ভেরেইনা ২৭ নিয়ে। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে দাপট দেখানো তাসকিন আহমেদ উইকেটশূন্য রয়েছের। আজ তার বোলিংয়ের দিকে চেয়ে থাকবে বাংলাদেশ। 

টস জয়ের সুবিধা পেল কী মুমিনুল?

টেস্ট ক্রিকেটে একটা অলিখিত নিয়ম রয়েছে, আগে ডিফেন্স এরপর অ্যাটাক। টসে জিতে তাই ব্যাটিংটাই করতে চান সকলেই। কিন্তু ব্যাতিক্রম ঘটালো মুমিনুল। প্রতিপক্ষের চেয়ে সর্বদিকে এগিয়ে থাকলে একটা কথা। কিন্তু তাদের মাটিতে প্রোটিয়াকে দুর্বল ভাবা কী উচিৎ?  সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সাথে কখনই তারা মাথা নত করেনি । তাদের নিজের মাটিতে অবশ্যই তারা শক্তিশালী কথাটা বাংলাদেশের মনে ছিল কিনা কে জানে না হয় টসে জিতে প্রথমে ব্যাটিং করার প্রথমে বোলিং করার কি মানে হতে পারে। তবে এটা ঠিক প্রথম ব্যাটিং না করার খেসারতটা হয়তো গুনতে হচ্ছে টিম বাংলাদেশকে। বিশেষ করে পটিয়া দুই ওপেনার  যে ব্যাটিংটা করছে এক কথায় দুর্দান্ত। বাংলাদেশের বোলারদের কোনরকম পাত্তা না দিয়ে লাঞ্চে ৯৫ রান সংগ্রহ করেছে ২৫ ওভারে। একটা টেস্টের সূচনায় এ রান আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেওয়া স্বাভাবিক।  যেভাবে ব্যাটিং করে যাচ্ছেন দুই ওপেনার, তাতে দলের স্কোর টা অন্তত একটা সম্মানজনক অবস্থান করে দিবে।

 

হাফ সেঞ্চেুরীর পর ডিন এলগার : ছবি ইন্টারনেট  


এরমধ্যে ডিন এলগার একটু বেশি অক্রমনাত্বক। শেষ খবর পাওয়া পর্যন্ত  ১০৩ রান করেছে তারা। এর মধ্যেই অ্যালগার ৬৪ রান করেছেন। বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাসকিন, খালেদ আহমেদ কিছুই করতে পারছেনা। ওপেনিং জুটি কিন্তু এর পরও যারা রয়েছেন তারাও দুর্দান্ত। সম্ভবত বাংলাদেশ সূচনায় ভুল সিদ্ধান্তে একটা প্রেসার এর মধ্যে পড়ে গেল।  উল্লেখ্য এর আগে খেলার সময় খেলা শুরু করতে পারেন স্কিনের সমস্যার জন্য খেলা ৩০ মিনিট পর  শুরু হয়


ডারবানে প্রথম টেস্টে দক্ষিন আফ্রিকা-বাংলাদেশ 

খেলায় বাংলাদেশ টসে জিতে প্রথম

বোলিং করার সিদ্ধান্ত


দক্ষিণ আফ্রিকায় অন্যরকম এক টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ ডারবানের কিংসমিডে শুরু হচ্ছে প্রথম টেস্ট।  এ টেস্ট সিরিজ ঘিরে রয়েছে অন্যরকম এক উত্তেজনা। যার পুরোটাই বাংলাদেশ। কেননা সাউথ আফ্রিকার মাটিতে প্রথম কোন ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর ফালে টেস্ট সিরিজেও বাংলাদেশ ফ্রন্টফুটে থেকেই লড়বে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ একরকম এক তরফা খেলেই জিতেছে। আত্ববিশ্বাসের মাত্রা বেড়েছে সেখানেই। এটাই প্রেরণা যোগাচ্ছে । টেস্ট সিরিজে বাংলাদেশ কখনো জিতেনি। শুধু সিরিজ কোনো কোনো ম্যাচে জিততেও পারেনি। দুই দেশের মধ্যে ১২ টি টেস্ট ম্যাচ হয়েছে। কিন্তু এর ১০টিতেই হেরেছে বাংলাদেশ। হ্যাঁ বৃষ্টি জনিত কারণে একটা সিরিজ ড্র হয়েছে। দুটো ম্যাচই বৃষ্টিতে হতে পারেনি।


দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জয়ের পর। টেস্ট সিরিজে এ জয়ের অনুপ্রেরণা থাকবে : ছবি, ইএসপিএন ক্রিকইনফো 


বাংলাদেশ মুলত দক্ষিণ আফ্রিকার কারণেই মনবল চাঙ্গা ভাব নিয়ে খেলছেভ। দলটির ৬ জন নিয়মিত ক্রিকেটার আইপিএলে খেলতে চলে যাওয়ার জন্য, বেশ খানিকটা দুর্বল। এটাই ওয়ানডে সিরিজের পর আরেকটি দুর্বলতার কারন প্রোটিয়ার।

অপরদিকে বিদেশের মাটিতে বিশেষ করে সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের   আত্মবিশ্বাস এখন অনেক উপরে। সবদিক বিবেচনা করলে বাংলাদেশও ছেড়ে কথা বলবেনা। যেমনটা আগে খেলার আগেই হেরে বসে থাকতো। এবার সেরকম পরিস্থিতি নেই। জিতেও জেতে পারে বাংলাদেশ, এমন একটা আবহ বিরাজ করছে মাঠে। 

 জয়-পরাজয় সেটা এখনই কিছু বলা যাবে না। তবে দুই দেশের মনোবলের কথা চিন্তা করলে বাংলাদেশ তুলনামূলক এগিয়ে। দক্ষিণ আফ্রিকা খেলছে নিজের মাটিতে। এবং এটা টেস্টম্যাচ। যারা দলে তারাও কম যান না। ফলে ভাল করতে হলে বাংলাদেশকেও ক্যালকুলেটর টিপেই সেসন বাই সেসন খেলা বুঝে এগুতে হবে। পাশাপাশি প্রতিটা ডিপার্টমেন্টে যদি সর্বশক্তি নিয়োগ করে খেলতে পারে, তাহলে বাংলাদেশের সামনে ভাল একটা সুযোগ। তবে বাংলাদেশের হারানোর কিছু নেই। বাংলাদেশ মনোবল চাঙ্গা রেখেই খেলবে। এটাও ঠিক নিউজিল্যান্ডের আলোকে বলতেই হচ্ছে মুমিনুল হকের সামনে এবার একটা বড় সুযোগ দক্ষিন আফ্রিকার বিপক্ষে জয়ের। তবে বিষয়টা এতো সহজও নয়। দক্ষিণ আফ্রিকা সবদিক বিবেচনা করে বাংলাদেশের লড়তে হবে। যদি সেটা হয়, তাহলে একটা ভালো রেজাল্ট আসতে পারে, স্বাভাবিকভাবে সব টেস্টে টস গুরুত্বপূর্ন ব্যাপার। জিততে পারলে সুচনার অ্যাডভান্টেজটা পাবে। না হলেও সমস্যা নেই। সেই পূর্বের কথা প্রতিটা খেলোয়াড়ের উপর যে দ্বায়িত্ব সেটা সবাইকেই পারফেক্টভাবে করলে সুযোগটা কাজে লাগতেও পারে। 

বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে খেলা। যা যুক্তরাষ্ট্রের সময় রাত তিনটা। 

শেয়ার করুন