২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৩:৫৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :


বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ সম্পাদক সাইফুল হক
আর একটি ব্যর্থ নির্বাচনের বোঝা দেশের মানুষ বহন করতে পারবেনা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
আর একটি ব্যর্থ নির্বাচনের বোঝা দেশের মানুষ  বহন করতে পারবেনা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ শেষে পার্টির একটি র‍্যালী রাজপথ প্রদক্ষিণ করে/ছবি সংগৃহীত


বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিপদবিলাসী গাড়ির ড্রাইভারের মত সরকার ও সরকারি দলের দম্ভ আর একগুঁয়েমী মনোভাব দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিচ্ছে।গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার দমন করে শাসন করার নীতি কৌশল অবলম্বন করেছে ; শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। তাদের 'এবসলুট' ক্ষমতা  টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা দেশবাসীকে  চরম উদ্বিগ্ন ও আশংকিত করে তুলেছে। 

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ  এক সমাবেশে তিনি একথা বলেন। 

তিনি আরো বলেন,  আর একটি ব্যর্থ নির্বাচনের বোঝা এদেশের মানুষ বহন করতে পারবেনা।দুশ্চিন্তার বিষয়  হচ্ছে দেশের জনগণের ক্ষোভ ও আকাঙ্ক্ষা বিবেচনায় না নিয়ে সরকার নিজেদের ছকে আর একটি তামাশার একতরফা নির্বাচনের পথে হাঁটছে।

সাইফুল হক বলেন, আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন, গণতান্ত্রিক অধিকারসহ কিছুই অর্জন করা যাবে না।। তিনি অধিকার প্রতিষ্ঠায় রাজপথে যুগপৎ ধারায় বিরোধী দলসমূহের  ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানান। 

 

সমাবেশে অন্যান্যের মধ্যে  রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু ও মোফাজ্জল হোসেন মোশতাক বক্তব্য রাখেন। 

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ  পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। নেতৃবৃন্দ অধিকার, সাম্য ও মুক্তি অর্জনে শ্রেণী ও গণসংগ্রাম এগিয়ে নিতে তাদের শপথ ব্যক্ত করেন। 

 পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক,   এপোলো জামালী, সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা,  কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, কেন্দ্রীয় সংগঠক ডাঃ মনোয়ার হোসেন, মহানগর নেতা আবুল কালাম, মোহাম্মদ রিয়েল ,  ফিরোজ আহমেদ প্রমুখ। 

সমাবেশ শেষে পার্টির একটি র‍্যালী  রাজপথ প্রদক্ষিণ করে দোয়েল চত্তরে এসে সমাপ্ত হয়।


শেয়ার করুন