৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ০১:৫৩:৪৫ পূর্বাহ্ন


২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২.৮ শতাংশ বৃদ্ধি পাচ্ছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৫
২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২.৮ শতাংশ বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ)


যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ) গত ২৪ অক্টোবর ঘোষণা করেছে যে ২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২.৮ শতাংশ বৃদ্ধি পাবে। এই বার্ষিক ‘কস্ট অব লিভিং অ্যাডজাস্টমেন্ট’ বা কোলা অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে প্রায় ৭১ মিলিয়ন সুবিধাভোগীর মাসিক পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে। গত পাঁচ বছরে কস্ট অব লিভিং অ্যাডজাস্টমেন্টের হার ছিল : ২০২৫ সালে ২ দশমিক ৫ শতাংশ, ২০২৪ সালে ৩ দশমিক ২ শতাংশ, ২০২৩ সালে ৮ দশমিক ৭ শতাংশ, ২০২২ সালে ৫ দশমিক ৯ শতাংশ, এবং ২০২১ সালে ১ দশমিক ৩ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতির প্রভাবে কোলা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শ্রম দফতরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৫ মাসে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বার্ষিক হারে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার ফ্র্যাঙ্ক জে বিসিগনানো বলেছেন, সোশ্যাল সিকিউরিটি হলো এক প্রতিশ্রুতি এবং বার্ষিক কস্ট অব লিভিং অ্যাডজাস্টমেন্ট সেই প্রতিশ্রুতিরই অংশ, যাতে সুবিধাগুলো বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং জনগণের জন্য নিরাপত্তার ভিত্তি হিসেবে কাজ করে। এই বৃদ্ধির ফলে গড় সোশ্যাল সিকিউরিটি অবসর ভাতা প্রতি মাসে প্রায় ৫৬ ডলার বাড়বে। প্রায় ৭ দশমিক ৫ মিলিয়ন মানুষ, যারা সোশ্যাল সিকিউরিটি ইনকাম (এসএসআই) পান, তাদেরও বাড়তি পেমেন্ট ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে।

২০২৬ সালের জানুয়ারি থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দেওয়ার জন্য আয়সীমা বা ট্যাক্সেবল ম্যাক্সিমাম ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার করা হচ্ছে, যা আগে ছিল ১ লাখ ৭৬ হাজার ১০০ ডলার। সুবিধাভোগীরা ডিসেম্বর ২০২৫-এর শুরুতে ডাকযোগে তাদের নতুন পেমেন্টের বিস্তারিত তথ্য পাবেন। যারা মাই সোশ্যাল সিকিউরিটি অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করেন, তারা কস্ট অব লিভিং অ্যাডজাস্টমেন্ট নোটিশ দ্রুত ও নিরাপদভাবে অনলাইনে দেখতে পারবেন।

প্রতি বছরের কস্ট অব লিভিং অ্যাডজাস্টমেন্ট নির্ধারণ করা হয়, ‘কনজিউমার প্রাইস ইনডেক্স ফর আরবান ওয়েজ আর্নার্স অ্যান্ড ক্লেরিকাল ওয়ার্কার্স’ (সিপিআই-ডব্লিউ)-এর ওপর ভিত্তি করে, যা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের গড় মূল্যস্ফীতির হিসাব অনুযায়ী নির্ধারিত হয়। তবে প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে সমালোচনা রয়েছে যে সিপিআই-ডব্লিউ তুলনামূলকভাবে তরুণ কর্মজীবী মানুষের ব্যয় অভ্যাসকে প্রতিফলিত করে, যেখানে প্রবীণদের স্বাস্থ্যসেবা ও আবাসন খরচ অনেক বেশি। গবেষণা সংস্থা কেএফএফের তথ্য অনুযায়ী, মেডিকেয়ারে অন্তর্ভুক্ত বয়স্করা গড়ে তাদের আয়ের ১৩ দশমিক ৬ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করেন, যা তরুণদের দ্বিগুণেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি স্বাগতযোগ্য হলেও মূল্যস্ফীতি এবং চিকিৎসা ব্যয়ের বাস্তবতার তুলনায় এটি এখনো প্রবীণ নাগরিকদের জন্য সীমিত সুরক্ষা প্রদান করে।

শেয়ার করুন