বক্তব্য রাখছেন জাহিদ মিন্টু
যুক্তরাষ্ট্রে বসবাসরত হৃহত্তর নোয়াখালীবাসীর প্রাণের এবং আদর্শিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্’র আয়োজনে তফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে দেখা যায় অভিষেকসহ অন্যান্য অনুষ্ঠান করতে কিন্তু ওয়াজ মাহফিল করতে দেখা যায় না। আর তফসিরুল মাহফিল করে প্রশংসিত হয়েছে বৃহত্তর নোয়াখালী সোসাইটির কর্মকর্তারা। ওয়াজ মাহফিলে বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। গত ২৬ অক্টোবর বিকাল ৫টা থেকে ব্রুকলিনের পিএস ১৭৯ কেনসিংটনে অনুষ্ঠিত মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক মায়েরা।
মাহফিল উপলক্ষে প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কেরাত, নাশিদ এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় ৬০ জন শিক্ষার্থী। বিকাল ৪টা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেন ইকবাল হোসেন জীবন ও মাওলানা আশরাফ। তিনটি বিষয়ে দুই বিভাগে মোট ১৮ শিক্ষার্থীকে ১ম, ২য় এবং তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয়। অন্যদিকে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে স্মারক সনদপত্র তুলে দেওয়া হয়।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন বর্তমান সেক্রেটারি ইউসুফ জসিম, নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ এসএম মাইনুদ্দীন পিন্টু ও নবনির্বাচিত ধর্মবিষয়ক সম্পাদক মানজুরুল করিম।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মীর্জা আবু জাফর বেগ। আরো তাফসির পেশ করেন মাওলানা মুফতি আব্দুল মালেক আল মাদানী, মাওলানা ইমাম জাকারিয়া মাহমুদ, ড. আনসারুল করিম আজাহারি, মাওলানা ইমাম মানজুরুল করিম, মাওলানা ইমাম আশরাফ, মাওলানা আতাউর রহমান জালালাবাদী, মুফতি ইসমাইল।
আল্লাহ সুবহানাহু তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানবজীবন পরিচালনের জন্য পবিত্র কোরআনকে উৎকৃষ্ট গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন। পবিত্র কোরআন বুঝে তেলাওয়াত করা এবং আমল করার ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা।
পবিত্র কোরআনের আয়াত থেকে উদ্ধৃত করে ইমাম ও খতিব মীর্জা আবু জাফর বেগ বলেন, আমাদের পূর্বের জীবনের তুলনায় ভবিষ্যৎ আরো উজ্জ্বল। এজন্য একটি কাজ করতে হবে-নিরাশ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন তোমরা নিরাশ হইওনা। দুনিয়ায় কিছুনা কিছু ভালো কাজ রেখে যাবেন যার সুফল আখেরাতে পাবেন। তিনি বলেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইসলামের জন্য মুসলমানদের জন্য কাজ করছে। কবরস্থান প্রকল্পের অন্যতম উদাহরণ। এজন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা শেষে তিনি বৃহত্তর নোয়াখালী সোসাইটির সদ্য প্রয়াত সাবেক সেক্রেটারি বেলাল হোসাইনসহ (বিএনএস বেলাল) সব প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় এবং বর্তমানে অসুস্থ এসএম আমানত, আবুল কাসেম এবং ইলিয়াস মাস্টারসহ সব অসুস্থদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।
মাহফিলের মাঝামাঝি পর্যায়ে বর্তমান সেক্রেটারি ইউসুফ জসিম নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৯) সব কর্মকর্তাকে পরিচয় করিয়ে দেন। এ পর্বে বক্তব্য রাখেন-নবনির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু, সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টু, সহ-সভাপতি তাজু মিয়া এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান।
মাহফিলে আগত মুসল্লিদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয় এবং আগ্রহী প্রবাসী নোয়াখালীবাসীদের মাঝে সদস্য অন্তর্ভূক্তির ফর্ম বিতরণ করা হয়। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
মাহফিল চলাকালে বড় পর্দায় বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএর প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান স্থাবর সম্পত্তির বিবরণ, প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি দায়িত্বপালনকারী কমিটিসমূহ, বর্তমান কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ড, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি এবং ১ লাখ কবরের বাংলাদেশ সেমিট্রির ইতিবৃত্ত তুলে ধরা হয়। নব নির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু প্রয়াতদের কথা স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এবং বলেন, তাদের কল্যাণে আজকে আমরা এ পর্যায়ে এসেছি। তিনি অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।