২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:৫৪:২২ পূর্বাহ্ন


ফেডারেল বিচারকের রায়
নিউইয়র্কে আদালতপ্রাঙ্গণে অভিবাসী গ্রেপ্তারে নিষেধাজ্ঞা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৫
নিউইয়র্কে আদালতপ্রাঙ্গণে অভিবাসী গ্রেপ্তারে নিষেধাজ্ঞা নিউইয়র্কে অভিবাসন আদালতের শুনানির পর আইস কর্মকর্তারা একজনকে গ্রেপ্তার করেছেন।


নিউইয়র্কে অভিবাসী গ্রেপ্তার নিয়ে ফেডারেল সরকারের চ্যালেঞ্জ খারিজ করে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন ফেডারেল বিচারক। এই সিদ্ধান্তে নিশ্চিত হয়েছে যে নিউইয়র্কের আদালতগুলো সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে এবং বিচারপ্রার্থীরা ভয়হীনভাবে ন্যায়বিচার চাইতে পারবেন। আইস আদালত প্রাঙ্গন থেকে অভিবাসীদের গ্রেফতার করতে পারবে না। নিউইয়র্ক স্টেটের আদালত প্রাঙ্গণে অভিবাসন কর্মকর্তাদের গ্রেপ্তার বন্ধে নিউ ইয়র্ক রাজ্যের আইন বহাল থাকছে। যুক্তরাষ্ট্রের নর্দান ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের ফেডারেল জেলা আদালতের বিচারক মে ডি’আগোস্টিনো গত ১৭ নভেম্বর সোমবার রাতে যুক্তরাষ্টের বিচার বিভাগের দায়ের করা মামলাটি খারিজ করে দেন। তিনি রায়ে স্পষ্ট করেন যে ফেডারেল সরকার কোনোভাবেই স্টেটকে বাধ্য করতে পারে না অভিবাসন আইন প্রয়োগের কাজে সহযোগিতা করতে।

২০২০ সালে প্রণীত নিউইয়র্কের প্রটেক্ট আওয়ার কোর্টস এক্ট অনুযায়ী, ফেডারেল অভিবাসন কর্মকর্তারা কোনো বিচারকের স্বাক্ষরযুক্ত ওয়ারেন্ট ছাড়া স্টেটের আদালতের ভেতরে, বা আদালতে যাতায়াতের পথে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আদালত এলাকায় বাড়তি অভিবাসন অভিযান দেখা দেওয়ায় এই আইনটি প্রণয়ন করা হয়। আইনটি ফেডারেল অভিবাসন আদালতের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ দাবি করেছিল, এই আইন ও সংশ্লিষ্ট নির্বাহী আদেশগুলো ফেডারেল অভিবাসন প্রয়োগে বাধা সৃষ্টি করছে এবং সংবিধান লঙ্ঘন করছে। তবে বিচারক ডি’আগোস্টিনো রায়ে বলেন, নিউইয়র্কের সিদ্ধান্ত মার্কিন সংবিধানের ১০ম সংশোধনী দ্বারা সুরক্ষিত, যা ফেডারেল সরকারের ক্ষমতার সীমা নির্ধারণ করে। তিনি রায়ে উল্লেখ করেন, ফেডারেল আইন কোথাও বাধ্যতামূলকভাবে বলে না যে রাজ্য বা স্থানীয় প্রশাসনকে অভিবাসন আইন প্রয়োগে সহযোগিতা করতেই হবে এবং এমন আইন থাকতে পারে না, কারণ ১০ম সংশোধনী কংগ্রেসকে এ ধরনের বাধ্যবাধকতা আরোপ থেকে নিষেধ করে।

বিচার বিভাগ এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন প্রয়োগ নীতি জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার এবং তারা আদালতে তা রক্ষা করতে থাকবে। নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি অভিবাসী সম্প্রদায়ের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি বড় বিজয়। তিনি বলেন, সবাই ন্যায়বিচার চাইতে পারবে, ভয়ের মধ্যে নয়। এই রায় নিশ্চিত করল যে নিউইয়র্কের আদালতগুলো সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে।

শেয়ার করুন