২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫২:৫২ পূর্বাহ্ন


বেলারোজ ও ফ্লোরাল পার্কের ক্রিডমোর সাইকিয়াট্রিক সেন্টারের অব্যবহৃত জমি
কুইন্সে ২ হাজার নতুন আবাসন প্রকল্প অনুমোদন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৫
কুইন্সে ২ হাজার নতুন আবাসন প্রকল্প অনুমোদন ক্রিডমোর সাইকিয়াট্রিক সেন্টার


নিউইয়র্ক স্টেটে দীর্ঘদিনের আবাসন সংকট মোকাবিলায় বড় ধরনের পদক্ষেপ হিসেবে কুইন্সের বেলারোজ ও ফ্লোরাল পার্কের সংযোগস্থলের ক্রিডমোর সাইকিয়াট্রিক সেন্টারের অব্যবহৃত জমিতে একটি বিশাল আবাসন ও কমিউনিটি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এই অনুমোদন শুধু নতুন আবাসন তৈরির পথ নয়, বরং পূর্ব কুইন্সে বহু বছরের কমিউনিটি চাহিদা, অবকাঠামো ঘাটতি এবং জমির সঠিক ব্যবহারের প্রশ্নে এক নতুন অধ্যায়ের সূচনা। স্টেটের নিউইয়র্ক-রাশ উদ্যোগের মাধ্যমে এটি নিউইয়র্কের অন্যতম বৃহৎ স্টেট-নেতৃত্বাধীন হাউজিং প্রকল্পে পরিণত হতে যাচ্ছে।

গভর্নর ক্যাথি হোচুল ঘোষণা করেছেন যে পূর্ব কুইন্সে অবস্থিত ক্রিডমোর সাইকিয়াট্রিক সেন্টারের অংশবিশেষে নির্মিতব্য বৃহৎ পুনর্বিকাশ প্রকল্পের সাধারণ প্রকল্প পরিকল্পনা অনুমোদন দিয়েছে পাবলিক অথরিটিজ কন্ট্রোল বোর্ড। এই অনুমোদনের মাধ্যমে ৪৬ দশমিক ৫ একর পরিত্যক্ত, অব্যবহৃত স্টেট-মালিকানাধীন জমিকে আধুনিক, প্রাণবন্ত মিশ্র-উন্নয়ন আবাসিক এলাকায় রূপ দেওয়ার পথ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। প্রকল্প এলাকা কুইন্সের বেলারোজ ও ফ্লোরাল পার্কের সংযোগস্থলের নিকটে, লং আইল্যান্ডের সীমান্তঘেঁষা পূর্ব কুইন্স অঞ্চলে অবস্থিত।

গভর্নর হোকুলের ৫০০ মিলিয়ন ডলারের রিডেভেলপমেন্ট অফ আন্ডারইউটিলাইজড সাইটস ফর হাউজিংয়ের উদ্যোগের আওতায় এই প্রকল্প নিউইয়র্কের আবাসন ঘাটতি মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা ক্রিডমোর সাইকিয়াট্রিক সেন্টারের দক্ষিণ ক্যাম্পাসের অংশটিতেই এই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে, যা দশকের পর দশক ব্যবহারহীন পড়ে ছিল। অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী মোট ২ হাজার ২২টি নতুন বাসগৃহ তৈরি হবে। এর মধ্যে রয়েছে: ৯৫০টির বেশি সাশ্রয়ী ভাড়ার অ্যাপার্টমেন্ট, ভেটেরান, সিনিয়র ও সহায়ক আবাসনের জন্য নির্দিষ্ট ইউনিট ও ১ হাজারেরও বেশি সাশ্রয়ী ও বাজারমূল্যের হোমওনারশিপ ইউনিট। এছাড়া প্রকল্পে থাকবে ১০ একরের বেশি উন্মুক্ত সবুজ এলাকা, নতুন কমিউনিটি সুবিধা, চাইল্ড কেয়ার, সিনিয়র সাপোর্ট সার্ভিস, কমিউনিটি সেন্টার এবং পাড়াভিত্তিক নতুন রিটেইল দোকান, যা নতুন ও পুরোনো উভয় বাসিন্দার জন্যই উপকারী হবে।

ঘোষণায় গভর্নর হোকুল বলেন, ক্রিডমোরের মতো অব্যবহৃত স্টেট সম্পত্তিকে সৃজনশীলভাবে কাজে লাগিয়ে আমরা আবাসন সংকটের নতুন সমাধান তৈরি করছি। এখানে ২ হাজারেরও বেশি নতুন বাড়ি তৈরি হবে। সাশ্রয়ী ভাড়া, পরিবারের জন্য হোমওনারশিপ সুযোগ, সিনিয়র ও ভেটেরানদের জন্য বিশেষ ইউনিটসহ। পাশাপাশি থাকবে কমিউনিটি সুবিধা, শিশু যত্ন এবং উন্মুক্ত সবুজ এলাকা, যা পূর্ব কুইন্সের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে। এই পুনর্বিকাশ পরিকল্পনা গড়ে উঠেছে বহু বছরের আলোচনার ভিত্তিতে:এম্পায়ার স্টেট ডেভেলপমেন্ট, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, সিভিক অ্যাসোসিয়েশন, কুইন্স কমিউনিটি বোর্ড ১৩, ক্রিডমোর কমিউনিটি অ্যাডভাইজরি কমিটি এবং পূর্ব কুইন্সের বাসিন্দাদের মতামতের সমন্বয়ে। ২০২৩ সালের ক্রিডমোর কমিউনিটি মাস্টার প্লানের ওপর ভিত্তি করেই এই প্রকল্পের রূপরেখা নির্ধারিত হয়েছে।

প্রকল্পটি গভর্নর হোচুলের নির্বাহী আদেশ ৩০-এর লক্ষ্য পূরণে সহায়ক হবে, যেখানে স্টেট সংস্থাগুলোকে অব্যবহৃত স্টেট মালিকানাধীন জমি নতুন আবাসন তৈরির জন্য সক্রিয়ভাবে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। নিউইয়র্কে সাশ্রয়ী বাসস্থান বৃদ্ধি, আবাসন সরবরাহ সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিবেশ গঠনে এই প্রকল্পকে রাজ্যের অন্যতম অগ্রগামী মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন