০১ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ০৩:২৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


২৯ জুলাই নিউইয়র্কে দুই সুপার স্টার এক মঞ্চে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২২
২৯ জুলাই নিউইয়র্কে দুই  সুপার স্টার এক মঞ্চে


বাংলাদেশের দুই সুপার স্টার। একজন চলচ্চিত্র অঙ্গনের আরেকজন ক্রীড়াঙ্গনের। বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক সাকিব খান এবং বিশ্ব বরেণ্য ক্রিকেটার সাকিল আল হাসান। এই দুই সুপার স্টারকে প্রথমবারের মত এক মঞ্চে আনছেন শো টাইম মিউজিক এন্ড প্লের প্রেসিডেন্ট আলমগীর খান আলম।

এই সুপার স্টারকে নিয়ে আলমগীর খান আলম আগামী ২৯ জুলাই মিট এন্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করছেন। অনুষ্ঠানটি ২৯ জুলাই সন্ধ্যা ৮টায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে অনুষ্ঠিত হবে। আলমগীর খান আলম জানান, সুপার স্টারকে এক মঞ্চে আনা সহজ কাজ নয়।

তাদের এক মঞ্চে আনতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের দুই কিংবদন্তী শিল্পী রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমীনকে এক মঞ্চে উঠিয়ে ছিলেন। এবার আরেকটি ইতিহাস তিনি রচনা করতে যাচ্ছেন। তিনি আরো জানান, অনুষ্ঠানের টিকেট মূল্য ধরা হয়েছে ২ শত ডলার।


শেয়ার করুন