০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সভাপতি বিপুল, সম্পাদক আসাদ
নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের কার্যকরি কমিটি ২০২২-২০২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মোহাম্মদ উজ্জ্বল বিপুল সাধারণ সম্পাদক আসাদ জামান। গত ১১ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে কার্যকরি কমিটি ও নবাবগঞ্জবাসীর মতবিনিময় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পূর্বে কার্যকরি কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সেলিম ইব্রাহিম ও গোলাম এন হায়দার মুকুট।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মনছুর আলম ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল মালেক। নেতৃবৃন্দ বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

নবাবঞ্জের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ২০২২-২০২৪ সেশনের আংশিক কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোহাম্মদ উজ্জ্বল বিপুল, সিনিয়র সহ-সভাপতি গোলাম এন হায়দার মুকুট, সহ-সভাপতি শেখ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আসাদ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ কীর্ত্তনিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক, কোষাধ্যক্ষ সফিক খান। স্বল্প সময়ের মধ্যে স্থানীয় মিডিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নবাবগঞ্জবাসীর কল্যাণে আমরা সবসময় ঐক্যবদ্ধ। এ সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই নবাবগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রবাসে আমরা আমাদের মেধা ও যোগ্যতা দিয়ে সুন্দর কমিউনিটি গড়তে পারলেই দেশেরই সুনাম হবে। সুন্দর অনুষ্ঠানের জন্য আয়োজক সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। 

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনকে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন ও সম্প্রীতি স্থাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার খান, বীর মুক্তিযোদ্ধা হাজি শহীদুল ইসলাম, বদরুল ইসলাম খান বাদল, মোহাম্মদ বাবুল দেওয়ান, মো. আব্দুল কাইয়ুম, আমিন মেহেদী বাবু, এস মিয়া তৌহিদ, মো. মিলন মোল্লা, মো. ওয়াজেদ, সাইফুল আলম দুলাল, মো. ইউসুফ বিজু, শফিক খান, তানভীর করিম, ওয়াদুদ মানিক, গোলাম হায়দার মুনিফ, মজিবুর রহমান বাবু, আবুল কালাম কিরণ, রুবেল চৌধুরী, সোহেলা পারভীন বেবী, ইসরাত জাহান, জয়নব আক্তার, ময়না রহমান, শহীদ জামান, মিজানুর রহমান বিপ্লব, বাবু জামান, জুবায়ের খোকন, আবুল কালাম আজাদ, শাহ এসতেশাম হায়াত, অয়র রহমান, পিযুস মন্ডল, লোকমান হোসেন, উজ্জল হোসেন রাজু, ফরজ আলী, রুবেল হোসেন, মিঠু, রুবেল, শেখ শামীম, মোজাদ্দিদ হোসেন খান নয়ন, গোলাম খান লিপন, নাসিম খান, শামীম আহমেদ, সাইদুর রহমান, সুব্রত সাহা, নুর আমিন, হায়দার এস, রাশেদুল ইসলাম সাজু, আমিন তালুকদার, কেএম সাইদুর রহমান, হারুনুর রশিদ রাজু, নিরঞ্জন শীল, আহসানুল মবিন, মো. শরিফুল ইসলাম, সিফাত হোসেন, নাহিদ হোসেন, এম এইচ নয়ন, সোহেল রেজা, সুভাষ সাহা, আবুল কালামসহ অনেকে।

শেয়ার করুন