০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০১:০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সোশ্যাল সিকিউরিটি বেনিফিট দেশে থেকেও পেতে পারেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৩
সোশ্যাল সিকিউরিটি বেনিফিট দেশে থেকেও পেতে পারেন


নন-ইমিগ্র্যান্ট শ্রমিকরা মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার পর যে বা যারা ৪০ কোয়ার্টার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স প্রদান করেছেন তারা নিজ দেশে ফিরে গেলেও সোশ্যাল সিকিউরিটি পেনশন বেনিফিট পাওয়ার যোগ্য। হাজার হাজার নন ইমিগ্র্যান্ট প্রতি বছর বিভিন্ন ধরনের নন ইমিগ্র্যান্ট ভিসার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেন। এই নন-ইমিগ্র্যান্টদের অধিকাংশ নির্দিষ্ট সময় কাজ করার পর নিজ দেশে চলে যান বা গ্রিনকার্ড লাভে ব্যর্থ হন। নন-ইমিগ্র্যান্টরা যারা ভিসার অধিনে বা ওয়ার্ক পারমিটের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময় কাজ করে বা কর্মরত বিপুলসংখ্যক মানুষ অবসর গ্রহণের বয়সে পৌঁছেছেন, তখন তারা ভিসাগত জটিলতায় বা স্থায়ী গ্রিনকার্ড লাভে ব্যর্থ হওয়ায় নন-ইমিগ্র্যান্ট অভিবাসী শ্রমিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারেন না। যেসব ব্যক্তিরা বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করছেন তাদের মধ্যে যে বা যারা ৪০ কোয়ার্টার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স প্রদান করেছেন, তারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়ার যোগ্য বলে বিবেচিত। যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার পরও তাদের অবসরকালীন সোশ্যাল সিকিউরিটি পেনশন দাবি করতে পারেন। এটা কোনো অনুদান নয়, এটা আইন। মূল ব্যাপার হচ্ছে, চল্লিশ কোয়ার্টার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স প্রদান করলে শুধু আপনি যে কোনো দেশে বসবাস করেন না কেন, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আপনি অবসরকালীন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়ার অধিকার রাখেন।

যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার পরও সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে বা টেলিফোনে সম্পন্ন করতে পারেন। যে কোনো দেশে অবস্থান করেন না কেন। www.ssa.gov/benifit/retairment এই অনলাইনে ছাড়াও আপনি ১-৮০০-৭৭২-১২১৩ নম্বরে কল করে ফোনে আবেদন করতে পারেন। নিকটস্থ মার্কিন দূতাবাসের কনস্যুলেটে ব্যক্তিগতভাবে আবেদন করতে পারেন। যে মাধ্যমে দরখাস্ত প্রেরণ করেন না কেন আবেদনকারীকে সব প্রয়োজনীয় তথ্য পূরণ করে ডকুমেন্টেগুলো একসঙ্গে প্রস্তুত করে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জমা দিতে হবে। কিছু তথ্য যেমন- জন্ম তারিখ, স্ত্রী-সন্তানের তথ্য, বর্তমান কর্মসংস্থানের ও ব্যাংকিং তথ্য ফরমের নির্দিষ্ট কলামে পূরণ করতে হবে।

শেয়ার করুন