০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৭:৩১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


শেষ ম্যাচে কিউই জয়ী ৫ উইকেটে
নিউজিল্যান্ড বাংলাদেশ টি২০ সিরিজ ড্র
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৩
নিউজিল্যান্ড বাংলাদেশ টি২০ সিরিজ ড্র ফিন অ্যালেনের ব্যাটিং/ছবি সংগৃহীত


সিরিজ জয়ের স্বপ্ন পূরন হলোনা। তবে সিরিজে হারেও নি বাংলাদেশ। দ্বিতীয় টি২০ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আজকের ম্যাচ নিউজিল্যান্ড জিতে গেলে সিরিজ ড্র ১-১।
শেষ ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা অসহায়ের মত আউট হতে থাকে। ক্রিজ আগলিয়ে দাড়াতে পারেননি কেউই। ফলে অলআউট হয়ে যায় তারা ১৯.৪ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায়। এরমধ্যে সর্বোচ্চ স্কোর করেন শান্ত ১৭, এছাড়া তৌহিদ করেছিলেন ১৬। স্যান্টনার ৪/১৬, সাউদি নেন  দুই উইকেট।

এরপর ১১১ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড যতটা সহজে জিতে যাবে ভেবেছিলেন, তা সম্ভব হয়নি। বাংলাদেশের বোলারদের তোপের মুখে এ ছাড়াও বৃষ্টি বাগড়াতে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে (ডিএল ৯৫/৫ পৌছায়)। জিমি নিশাম ২৮ রানে ছিলেন অপরাজিত। এরআগে অ্যালেন করেন ৩৮ রান।  শরীফুল নেন দুই উইকেট।

খেলা বৃষ্টি বিঘ্ন ঘটে। এতে খেলা শেষ পর্যন্ত ডিএল ম্যাথডে নির্ণয় হয়।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ : ১১০/১৯.২ ওভার। নিউজিল্যান্ড : ৯৫/৫ (১৪.৪)।

ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী (ডি/এল)। 

ম্যান অব দ্যা সিরিজ: শরীফুল (বাংলাদেশ)

শেয়ার করুন