৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৩২:৪১ অপরাহ্ন


বাংলাদেশ সোসাইটির নির্বাচন
উভয় প্যানেলে নির্বাচনী প্রচারণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৯-২০২৪
উভয় প্যানেলে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে অতিথিবৃন্দ


বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট জামাল আহমেদ জনি জানিয়েছেন, নির্বাচনের কাজ দ্রুত গ্রতিতে এগিয়ে চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেন্দ্রগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। বলা যায়, কেন্দ্র প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রুহুল-জাহিদ এবং সেলিম-আলী প্যানেল বিরামহীনভাবে তাদের সভা সমাবেশের কাজ চালিয়ে যাচ্ছেন। এই সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকাতে।

সেলিম- আলী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী আতাউর রহমান সেলিম এবং মোহাম্মদ আলী জানিয়েছেন, তাদের প্যানেল গত সপ্তাহে তারা বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রঙ্কস, জ্যামাইকা, ব্রুকলীন, ওজনপার্ক, ফুলটন ও কুইন্সের বিভিন্ন স্থানে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। তারা জানান, সবগুলো সমাবেশে বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

ব্রঙ্কস ও জামাইকায় নির্বাচন পরিচালনার জন্য সেলিম-আলী পরিষদ আহসান হাবিবকে আহবায়ক ও রেজাউল করিম অপুকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন এনায়েত মুন্সী (প্রধান সমন্বয়ক), ফকরুল ইসলাম দেলোয়ার (প্রধান উপদেষ্টা), সেলিম খান (যুগ্ম আহবায়ক), ইসমাঈল হোসেন (যুগ্ম সদস্য সচিব)। অন্যান্য সমন্বয়কারীদের মধ্যে রয়েছেন আলমগীর হোসেন, মির্জা দস্তগীর, ফারুক হোসেন রনী, মাহবুবুল আলম, শামীম আহমেদ ও মমিনুল ইসলাম। এ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন- সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ প্রার্থী মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ডিউক খান, কালচারাল সম্পাদক প্রার্থী মোস্তফা অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ (নির্বাচিত), সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক প্রার্থী আকতার বাবুল, ক্রীড়া সম্পাদক আশরাব আলী খান, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী হাসান জিলানী। কায়করি সদস্য এ সিদ্দিক পাটোয়ারি, হারুণ চেয়ারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।

রুহুল-জাহিদ প্যানেল

এদিকে. রুহুল-জাহিদ প্যানেলের নির্বাচনী সভাও জ্যামাইকা, ব্রঙ্কস, ওজনপার্ক, ফুলটন এবং কুইন্সের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় রুহুল-জাহিদ প্যানেলের কর্মী সভা জ্যামাইকার স্টার কাবাবে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনের সভাপতিত্বে এবং নাসির হোসেন, জে মোল্লা সানি, সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু, ডা. টমাস দুলু রায়, অধ্যাপিকা হুসনে আরা, আব্দুল বাসিত, রেজাউল করিম চৌধুরী, বিলাল চৌধুরী, আল আমিন রাসেল, নূরুল হক, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাহাদাত হোসেন, তরিকুল ইসলাম তুহিন, গউস খান, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনম মাইন উদ্দিন, গোলাম আজম রকি, শেখ উজ্জ্বল, মিজানুর রহমান চৌধুরী শেফাজ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্যানেল হচ্ছে যোগ্য প্যানেল। তারা এই প্যানেলকে ভোট দেয়ার আহবান জানান। অনুষ্ঠানে এই প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সরওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এস সাদী (সাদী মিন্টু), সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক রোমানা আহমদ, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন। কার্যকরি কমিটির সদস্য পদে লড়ছেন মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, এমডি এন ইসলাম, রফিকুল ইসলাম ডালিম ও সাইফুল ইসলাম।

শেয়ার করুন