০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১১:৪৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির বারবিকিউ পার্টি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৪
জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির বারবিকিউ পার্টি বক্তব্য রাখছেন এম আজিজ


আনন্দ-উদ্দীপনার সঙ্গে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ফ্রেন্ড সোসাইটির বারবিকিউ পার্টি জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কুইন্স প্যালেসে এই পার্টি অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। পার্টিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই সঙ্গে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই আনন্দের সঙ্গে বারবিকিউ পার্টতে অংশ নেন। 

উপস্থিত প্রবাসীরা বলেন, জ্যাকসন হাইটস বাঙালিদের একটি প্রাণের স্থান। এটা বাঙালি পড়ার মতো। এখানে প্রায় আমাদের আসা হয়। সবাই একসঙ্গে এখানে উপস্থিত হই। এটি একটি মিলনমেলায় পরিণত হয়। এমন অনুষ্ঠান বাঙালিদের মাঝে ঐক্যবদ্ধতা সৃষ্টি করে।

পার্টিতে উপস্থিত ছিলেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারারম্যান এম এ আজিজ, বিশিষ্ট চিকিৎসক ডা. তৌহিদ শিবলী, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, কুইন্স ডেমোক্র্যাটিক লিডার অ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, অভিনেতা আহমেদ শরিফ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজামুল হক, ইশতিয়াক রুমি, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, আতিকুল হক জাকির, আবুল ফজল দিদারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে এম আজিজ বলেন, এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। কারণ আমেরিকারমতো জায়গায় এমন আয়োজনগুলো আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন ও একতা সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেড আর চৌধুরী লিটু এবং পরিচালনা করেন মঞ্জুর মোর্শেদ, কাজল, মিয়া মোহাম্মদ দুলাল, খায়রুল খোকন প্রমুখ।

শেয়ার করুন