২১শে ফেব্রুয়ারি কানাডার ওনটারিও প্রদেশের কিংসস্টোন শহরের কুইন্স ইউনিভার্সিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে কুইন্স বিশ্ববিদ্যালয় এর অন্যতম প্রাচীন গ্রান্ড হলে কুইন্স-বাংলাদেশি স্টুডেন্ট এসোসিয়েশেন কর্তৃক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগতিক বাংলাদেশের ছাত্র-ছাত্রী ছাড়াও নেপাল, ভারত, ইরান ও আফ্রিকার ঘানা সহ কানাডার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
তাঁরা সকলে নিজ নিজ ভাষায় কবিতা, গান ও নৃত্যকলা পরিবেশন করেন। অনুষ্ঠানে স্কুল এর ছাত্রছাত্রী কর্তৃক একটি চিত্রকর্ম প্রদর্শিত হয়। পৃথিবীতে বর্তমানে চিহ্নিত ৮৩২৪ টি ভাষার মধ্যে মাত্র ৭০০০ টির প্রচলন আজ দেখা যায়। ফলে, অনেকগুলি আজ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। এবছরে, ২৫ তম মাতৃভাষা দিবসের দাবী হচ্ছে--প্রতিটি মাতৃভাষা বেঁচে থাকুক। ভাষা হোক শিক্ষা ও টেকসই উন্নয়নের ভিত্তি।
অনুষ্ঠানে স্বাগত জানান বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের পক্ষে জনাব রাকিব জাহান। এ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন কুইন্স বিশ্ববিদ্যালয় এর ভাইস-প্রভষ্ট ও গ্রাজুয়েট স্টাডিজ বিভাগের এর ডিন প্রফেসর ড: ফাহিম কাদির। অনুষ্ঠানে কিংস্টোনের এম পি মার্ক গ্রেরিটসেন শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। উপস্থিত ছিলেন মিউনিসিপালিটির কাউন্সিলর মি:কনি গ্লেন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের অধ্যাপক বৃন্দ ও কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন। সমাপনী বক্তব্যে মিস জেরীন তাসনীম ফারিন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভা শেষে, অতিথিদের দেশীয় খাবারে আপ্যায়ন করা হয়।