নিউইয়র্ক-কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪-এর ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ গত ৩ এপ্রিল সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকাসহ সমগ্র আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নিলেন। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের অবস্থা জানতে চাইলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিলেন। নিজের ডিস্ট্রিক্ট অফিসে আহূত এক সমাবেশে অংশ নেওয়া ব্রঙ্কস কমিউনিটি বোর্ডে অভিবাসন বিষয়ক চেয়ারপারসন শাহজাহান শেখের কাছে সবিস্তারে জানতে চান কাগজপত্রহীন প্রবাসীদের সর্বশেষ পরিস্থিতি। কংগ্রেসওম্যান নিশ্চিত করেছেন যে, তাৎক্ষণিক সহযোগিতার জন্যে তার অফিসের দরজা সব সময় প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, কংগ্রেসওম্যানের ডিস্ট্রিক্ট অফিসের পরিচালক বাংলাদেশি আমেরিকান নওরীন আকতার অভিবাসন সমাজের যে কোন সমস্যায় সহযোগিতার দিগন্ত প্রসারিত রেখেছেন। সে বিষয়টিও উল্লেখ করেছেন কংগ্রেসওম্যান কর্টেজ।