যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরগত ১৯ মে এক ঘোষণায় জানিয়েছে, অবৈধ অভিবাসনকে ইচ্ছাকৃতভাবে সহায়তা করায় ভারতে অবস্থিত একাধিক ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির অংশ, যার মাধ্যমে মানব পাচার ও অবৈধ অভিবাসন বন্ধে ফ্যাসিলিটেটরদেরও জবাবদিহির আওতায় আনা হচ্ছে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, যারা যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা করে, তাদের চিহ্নিত করে আমাদের পদক্ষেপ চলমান থাকবে। এটি এমন একটি অপরাধ চক্র, যা মানব পাচার ও অবৈধ অভিবাসনকে উৎসাহিত করে। যুক্তরাষ্ট্রের ভারত মিশনের কনসুলার বিভাগ এবং কূটনৈতিক নিরাপত্তা বিভাগ মিলে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে।
ভিসা নিষেধাজ্ঞাটি কতজনের ওপর কার্যকর হয়েছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি। সাধারণত এমন ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ১৯৫২ সালের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারা ২১২(এ)(৩)(সি) অনুসারে আরোপ করা হয়। এই আইনের আওতায় নেওয়া পদক্ষেপে অভিযুক্তদের নাম প্রকাশ করার রেওয়াজ নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এখনো সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে তদন্ত অগ্রগতির সঙ্গে সঙ্গে ভবিষ্যতে তাদের নাম সরকারিভাবে প্রকাশিত হতে পারে।
দিল্লির যুক্তরাষ্ট্র দূতাবাস একাধিকবার ভারতের নাগরিকদের উদ্দেশে সামাজিক মাধ্যমে সতর্কবার্তা প্রকাশ করেছে, যাতে তারা নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান না করেন। অনধিকৃতভাবে অবস্থান করলে তা ভবিষ্যতে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়ার ঝুঁকি তৈরি করে। এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে আরও কঠোর করছে এবং অবৈধ অভিবাসীদের ধরপাকড় ও বহিষ্কারের জন্য বড় পরিসরে পদক্ষেপ নিচ্ছে।
মুখপাত্র ব্রুস আরো বলেন, আমাদের অভিবাসন নীতির অন্যতম উদ্দেশ্য হলো অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের বিপদ সম্পর্কে বিদেশি নাগরিকদের সচেতন করা এবং একই সঙ্গে যারা এই আইন লঙ্ঘন করে তাদের বিশেষ করে যারা অবৈধ অভিবাসনকে সহজতর করে তাদের জবাবদিহির আওতায় আনা। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা বৈশ্বিক প্রেক্ষাপটে কার্যকর, এমনকি যারা ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাওয়া ‘ভিসা ওয়েভার প্রোগ্রাম’-এর আওতাভুক্ত, তারাও এর আওতায় পড়তে পারেন।