২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০১:৪৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বেনজীর আহমেদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বেনজীর আহমেদ


শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ দলের সদস্য তিনি। কিন্তু যেহেতু তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন। তাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি-না এ নিয়ে আলোচনা ছিল। বৃহস্পতিবার তিনি ভিসা পেয়েছেন বলে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানিয়েছে। 

তবে যুক্তরাষ্ট্রে তিনি তার নির্ধারিত কর্মসূচির ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না- এমন একটা শর্ত জুড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।  

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ওই সম্মেলনে অংশ নেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম প্রতিনিধি দলের হয়ে যুক্তরাষ্ট্রে আসার কথা রয়েছে।  


শেয়ার করুন