২৮ এপ্রিল ২০১২, রবিবার, ১১:১৭:১১ অপরাহ্ন


ব্যাংকক থেকে দেশে ফিরেছেন
আত্মসমার্পন করবেন হাজী সেলিম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২২
আত্মসমার্পন করবেন হাজী সেলিম হাজী সেলিম,/ফাইল ছবি


দেশে ফিরেছেন হাজী সেলিম। দুর্নীতির মামলায় ১০ বছরের দন্ডপ্রাপ্ত ঢাকা-৭ এর  সংসদ সদস্য হাজী সেলিম বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন। হাজী সেলিমের ঘনিষ্ট একটি সুত্র বিষয়টা নিশ্চিত করেছেন। ওই সুত্র জানায়, দেশে ফিরে লালবাগে তার নির্বাচনী এলাকার শাহানি বেগম নামে স্থানীয় এক বাসিন্দার জানাজায় অংশ নেন। 

পরে লালবাগ থেকে তিনি চলে যান আজিমপুর কবরস্থানে। সেখানে তার পরিবারের এক সদস্যের কবর জেয়ারত করেন। ওই সুত্র বলে হাজি সেলিম এখন ভাল আছেন। 

উল্লেখ্য, এর আগে শনিবার সন্ধ্যায় থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন হাজী সেলিম। আদালতের দেয়া দশ বছরের দন্ড মাথায় নিয়ে যেখানে বিচারিক আদালতে আত্বসমার্পন করার কথা সেটা তিনি না করে দেশ ত্যাগ করলে এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। 

অনেকেই এটা আইনবহিভূত বলে জানান। কারন কোনো দন্ডপ্রাপ্ত আসামী বিনা অনুমতিতে দেশ ত্যাগের বিধান নেই। তবে তার তরফ থেকে এবং তার আইনজীবিও জানিয়েছিলেন তিনি দেশে ফিরে আসবেন এবং তিনি চিকিৎসার জন্য গিয়েছেন।  

এদিকে হাজী সেলিম বিচারিক আদালতে আত্মসমার্পন করবেন বলে জানা গেছে। তার আইনজীবি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাজী সেলিমের ২৫ মে’র মধ্যে আত্মসমার্পনর বাধ্যবাধকতা আছে। ফলে ওই সময়ের মধ্যেই তিনি আত্মসমার্পন করবেন। তবে কবে নাগাদ, সেটা পরে চুড়ান্ত করবেন। 


শেয়ার করুন