২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৬:৫৬:৫৪ পূর্বাহ্ন


বিয়ানীবাজার সমিতির সদস্য ৭৪৮৩, তহবিলে ১৫৭৯০৫ ডলার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৩
বিয়ানীবাজার সমিতির সদস্য ৭৪৮৩, তহবিলে ১৫৭৯০৫ ডলার বিয়ানীবাজার সমিতির ভোটার নিবন্ধনের দেওয়ার দৃশ্য


গঠনতন্ত্র মোতাবেক আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যকে সামনে রেখে আনন্দঘন পরিবেশ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যেই গত ৩০ জুলাই প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সদস্য নিবন্ধন ওজনপার্কে সমিতির নিজস্ব ভবনে। সদস্য নিবন্ধন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অব্যাহত ছিল। নিবন্ধন আরম্ভ হয়েছিল গত ৯ জুলাই, শেষ হয় ৩০ জুলাই রাত ৮ পর্যন্ত। শেষদিন লক্ষ করা যায়, পুরো সময় সমিতির ভবন ও আশপাশ উৎসবে পরিণত হয়। ভোটার নিবন্ধনে সম্ভাব্য প্রার্থী, তাদের  সমর্থকরা পৃথক পৃথকভাবে ভোটার নিবন্ধন করেন। ভোটার নিবন্ধনে একনিষ্ঠ, সুন্দর, শৃঙ্খলার সঙ্গে কাজ করেন সমিতির সভাপতি আব্দুল মান্নান, বর্তমান সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব, সহ সাধারণ সম্পাদক আব্দুন নুর হারুন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা। তাদের সহযোগিতা করেন দপ্তর সম্পাদক আব্দুল হামিদ। সমিতির নিবন্ধনের সময় ভেতরে বাইরে উৎসুক পথচারীদের চোখ সামান্য সময় থমকে দেয়। ভোটার নিবন্ধনে আগতদের চোখে অবয়বে ছিল দীপ্তির হাসি। উপস্থিত একে অপরের সঙ্গে কুশল বিনিময়, খোঁজখবর নেন। এবারের সদস্য নিবন্ধন সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করে সদস্য নিবন্ধন হয়েছেন ৭ হাজার ৪৮৩। যা বিগত ২০২১ সালের নিবন্ধন থেকে ২ হাজার ১২০ জন বেশি। সদস্য নিবন্ধন হওয়ার মধ্যেই সাধারণ সদস্য ৫ হাজার ৯০২। নতুন আজীবন সদস্য হয়েছেন ৩৫ জন। পূর্বের ৮৫৫ জনসহ ৮৯০ জন আজীবন সদস্য। সিনিয়র সদস্য ৬৯১ জন। এবারের ভোটার নিবন্ধনে ১ লাখ ৫৭ হাজার ৯০৫ ডলার সমিতির তহবিলে জমা পড়েছে। এ অর্থ বিগত সময়ের নিবন্ধনকালীন অর্থের পরিমাণ থেকে ৪৯ হাজার ৫৭৭ ডলার বেশি। ভোটার নিবন্ধন শেষে সমিতির ভবনের ভেতর উৎসুক উপস্থিত প্রবাসী বিয়ানীবাজারবাসীর স্থান সংকুলান অপেক্ষাকৃত কম থাকায় বাইরে এসে ফুটপাতে দাঁড়িয়েছেন। সমিতির সম্পাদক নাজমুল হক মাহবুব ভোটার নিবন্ধনের সংখ্যা ও অর্থ সংগ্রহের পরিমাণ ঘোষণা করেন। সেই সঙ্গে সবার সাহায্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে আসন্ন নির্বাচনে সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী আব্দুল মান্নান ও মিছবাহ আহমদ সদস্য নিবন্ধনে যুক্তদের তাদের  নিষ্ঠা, ধৈর্য, কাজে একাগ্রতা, সেই সঙ্গে ভোটার নিবন্ধনে আগতদের সাহায্য সহযোগিতার জন্য  ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা  বলেন, বিয়ানীবাজার সব সময় এক ও অভিন্ন। আমাদের ঐতিহ্য রক্ষায় এবং দৃষ্টান্ত স্থাপনে আমরা প্রবাসী বিয়ানীবাজারবাসী যথেষ্ট।

শেয়ার করুন