০৩ মে ২০১২, শুক্রবার, ০৫:২৫:০৬ অপরাহ্ন


মজুমদার ফাউন্ডেশনের ব্যাক স্কুল প্রোগ্রাম
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
মজুমদার ফাউন্ডেশনের ব্যাক স্কুল প্রোগ্রাম মজুমদার ফাউন্ডেশনের ব্যাক টু স্কুল প্রোগ্রামে বিনা মূল্যে স্কুলসামগ্রী বিতরণ


গত ২৭ আগস্ট বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের ১৮৮৮ ওয়েচেস্টার অ্যাভিনিউতে মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তম বারের মতো আনুষ্ঠানিকভাবে স্কুল ব্যাগ, খাদ্য ও ফলমূল বিতরণ করা হয়। দাতা সংস্থা হান্টস পয়েন্ট সুপার মার্কেট, র‌্যাপ ফোর ও জুকনার সহায়তায় অনুষ্ঠানে ১ হাজার ২০০ স্কুল ছাত্রছাত্রী এবং জনগণের মধ্যে খাদ্য ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমডেন মেয়র নাজমা রহমান, লন্ডনের বিশিষ্ট ব্যক্তিত্ব ওয়ালি তাসের, স্টেট সিনেটর লাটালিয়া ফার্নান্দেজ, কাউন্সিলম্যান আসান্ডা ফারিয়া, কমিউনিপি লিডার, হেলাল চৌধুরী, আব্দুর রহিম বাদশা, অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, মঞ্জুর চৌধুরী জগলু, আব্দুল চৌধুরী খসরু, নজরুল হক, জামাল হোসাইন, সাজেন্ট বেলাল, ফাহমিদা চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রাশেদ মজুমদার, রেজা আব্দুল্লাহ প্রমুখ। পুরো অনুষ্ঠান পরিচালনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মজুমদার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং মূলধারার রাজনীতিবিদ ও আইনজ্ঞ এন মজুমদার।

শেয়ার করুন