২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৫:১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ইফতার মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ইফতার


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে ইফতার মাহফিলটি গত ১৩ এপ্রিল উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবু রব বাবুলের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন ও সদস্য সচিব মাসুম ব্যাপারির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, উপদেষ্টা এম এ সিদ্দিক পল্লব, বাতেন সরকার, সাবেক সভাপতি ও উপদেষ্টা মহিউদ্দিন দেওয়ান, উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক আবুল খায়ের আজাদ, প্রধান সমন্বয়কারী মিঠু হামিদ, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন আমান, সহ-সভাপতি মীর্জা শামীম, সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাবেক সভাপতি ইতেখারুজ্জামান রতন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন বিপ্লব, বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, কার্যকরি কমিটির সদস্য আবুল কাশেম চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহ সাঈদ, মোহাম্মদ হোসাইন, তুষার আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ গোলাম হোসেন, শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সদস্য সাদী মিন্টু, শেখ সিরাজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাঈন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ আমেরিকান কার ও লিমোজিন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপদেষ্টা শাহজাহান নজরুল, সাধারণ সম্পাদক শাওন হোসেন রতন, প্রবাসী শরিয়তপুর সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল, ঢাকা জেলা সোসাইটির সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন, যশোর অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মজিবুর রহমান, কামাল হোসেন, করিম হাওলাদার, আব্দুর রশিদ, আব্দুল কাদের, তারেক হাসান, দেলোয়ার হোসেন শিপন, এগ্রোর সভাপতি এম এ বাসার মিয়া, হাবিবুর রহমান, তৌহিদুল ইসলাম, ফকির আলাউদ্দিন, শেখ আনাস, জুয়েল বাবু, সাইফুল ইসলাম, উডসাইড বায়তুল জান্নাহ মসজিদের ট্রাস্টি বোর্ডের সদস্য বোরহান উদ্দিন, মাদারিপুর জেলা সমিতির সভাপতি জালাল উদ্দিন জলিল, দিলিপ সাহা প্রমুখ।

যাদের অকান্ত পরিশ্রমে ইফতার মাহফিল সফল এবং স্বার্থক হয়েছে তারা হলেন- আবুল খায়ের আজাদ, মিঠু হামিদ, মোহাম্মদ মাসুম ব্যাপারী, মোহাম্মদ মঈন, মোহাম্মদ জহিরুল ইসলাম, সবুর হোসেন জাহাঙ্গীর, এজিএম হোসাইন জাহাঙ্গীর, সাদী মিন্টু, আল আমিন শিকদার, মোহাম্মদ এরশাদ খান। সভাপতি এবং সাধারণ সম্পাদক ইফতার ও দোয়া মাহফিল সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার এবং দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মওলানা মীর্জা আবু জাফর বেগ।

উল্লেখ্য, ইফতার ও দোয়া মাহফিলে মুন্সীগঞ্জ- বিক্রমপুরবাসীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন