২৯ এপ্রিল ২০১২, সোমবার, ৬:২৮:৩০ অপরাহ্ন


আলাবামার বায়তুল হক মসজিদে গুলি ও বোমা হামলার হুমকি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
আলাবামার বায়তুল হক মসজিদে গুলি ও বোমা হামলার হুমকি


অজ্ঞাত এক ব্যাক্তি মোবাইলে টেক্সট ম্যাসেজ পাঠিয়ে হুমকি দিয়েছে যে তারা আলাবামার বায়তুল হক মসজিদে বোমা হামলা করবে। টেক্সট মেসেজে উল্লেখ করা হয় তারা এআর-১০ রাইফেল দিয়ে মসজিদে গুলি করা হবে এবং যতজনকে সম্ভব হত্যা করা হবে। তারা আরো জানায়, মসজিদের বাথরুমে একটি বোমা রাখা হয়েছে এবং তা দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে। এদিকে মসজিদের কর্মকর্তারা পুলিশকে হুমকির কথা জানিয়েছেন। আলাবামা পুলিশ জানিয়েছে, মসজিদে হুমকির কোনো প্রমাণ তারা পায়নি বা মসজিদের বাথরুমে কোনো বোমা পাননি।

এক বিবৃতিতে, কেয়ার ন্যাশনাল কমিউনিকেশন ডিরেক্টর ইব্রাহিম হুপার বলেন, আমরা স্টেট এবং ফেডারেল আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে এই হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়ার এবং এটিকে ঘৃণামূলক অপরাধ হিসাবে তদন্ত করার জন্য অনুরোধ করছি। গত কয়েক মাসে মুসলিম বিরোধী সহিংসতা এবং হামলার বৃদ্ধির সাথে প্রতিটি হুমকিকে জরুরিভাবে মোকাবিলা করতে হবে। আমরা আলাবামা এবং দেশব্যাপী মসজিদ নেতৃবৃন্দকে কেয়ার কর্তৃক প্রকাশিত মসজিদ এবং মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা বাড়ানোর আহবান জানাচ্ছি। নামাজের সময়ে জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পুলিশকে মসজিদের এলাকায় টহল উপস্থিতি বজায় রাখতেও অনুরোধ করছি।

শেয়ার করুন