৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০৯:৩০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


মেগা উদ্বোধনকে সংক্ষিপ্ত করে বন্যার্তদের পাশে দাঁড়ান - বাংলাদেশ জাসদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২২
মেগা উদ্বোধনকে সংক্ষিপ্ত করে বন্যার্তদের পাশে দাঁড়ান - বাংলাদেশ জাসদ


বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান দেশের বন্যা পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে বলেছেন,সরকার যেন অতি দ্রুত বন্যার্ত এলাকা সমুহকে দূর্গত এলাকা ঘোষনা করেন। এর পাশাপাশি  তারা যেন  পদ্মা সেতুর এই মেগা উদ্বোধনকে সংক্ষিপ্ত করে শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ রেখে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান। এক বিবৃতিতে বলেন আজ তারা এসব কথা বলেন।
তারা আরোও বলেন, হঠাৎ করে সৃষ্ট বন্যা মোকাবেলার প্রস্তুতি বন্যা দূর্গত এলাকার জনগোষ্ঠীর ছিলনা। 

মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত, ভৌগলিক অবস্থান এবং সরকারী ও বেসরকারী প্রস্তুতির ঘাটতি উপদ্রুত এলাকার জনগোষ্ঠীকে বিপর্যস্ত করে ফেলেছে।  সুনামগঞ্জ, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কোম্পানীগঞ্জ সহ দেশের এক বিশাল অংশ এখন ভয়াবহ বন্যা আক্রান্ত।  আক্রান্ত অঞ্চল সমুহের মানুষ থাকা, খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থার চরম অনিশ্চয়তার মধ্যে তাদের দিনাতিপাত করছে। 

হাস, মুরগী, গরু, ছাগলের অসংখ্য খামার সহ ব্যাক্তিগত ভাবে পোষ্য প্রানী সমুহও এক ভয়াবহ পরিস্তিতির মধ্যে  পড়ে আছে।  আমরা লক্ষ্য করছি দেশের এমনি পরিস্থিতিতেও সরকার আক্রান্ত এলাকার জনগোষ্ঠীর দুঃখ কষ্টের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে পদ্মা সেতুর  উদ্বোধন নিয়েই বেশী ব্যাস্ত।  মন্ত্রী, এমপিদের বক্তব্যে  পদ্মা সেতু নিয়ে অতিব্যাস্ততায়, দেশের বন্যার্তরা এখন গৌন হয়ে গিয়েছে।  সাধারন মানুষের দূঃখ কষ্টের সাথে সরকারের এই আচরণ  অসংগত।  এটি ঠিক নয়।  আমরা সরকারের নিকট আহবান জানাই।

শেয়ার করুন