২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৯:০৬:৩৩ পূর্বাহ্ন


বাংলাদেশ সোসাইটির বিরুদ্ধে আবারো মামলা ওসমানের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২২
বাংলাদেশ সোসাইটির বিরুদ্ধে আবারো মামলা ওসমানের ইয়েলো সোসাইটির কর্মকর্তাবৃন্দ


প্রবাসের অন্যতম মাদার সংগঠন হিসাবে পরিচিত বাংলাদেশ সোসাইটির বিরুদ্ধে নতুন করে আবারো মামলা করেছেন বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী। এর আগেও তিনি দুটো মামলা করেছিলেন। সেই দুটো মামলায় সুবিধা করতে পারেননি। যে কারণে তিনি গত সপ্তাহে নতুন করে আরেকটি মামলা করেন। এই মামলায় আবারো নির্বাচন বন্ধের আবেদন জানানো হয়। জানা গেছে, মাননীয় আদালত এই মামলার শুনানীর তারিখ দিয়েছে আগামী ১৫ জুলাই। এই মামলার ফলে আবারো বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। করোনা, উপর্যাপুরি কতগুলো মামলা সামলে উঠেছিলো বাংলাদেশ সোসাইটি। কয়েকবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। প্রথম মামলা করেছিলো নয়ন- আলী প্যানেলের সদস্য প্রার্থী আকবর আলী ও লিটু চৌধুরী। সেই মামলার যবনিকাপাত হলে আবারো মামলা করা হয়। এই মামলাটি করা হয় নির্বাচনের ঠিক দুই দিন আগে। মাননীয় আদালত নির্বাচন স্থগিত ঘোষণা করে।

গচ্ছা যায় বাংলাদেশ সোসাইটির প্রায় ১ লাখ ২০ হাজার ডলার। এরপর মামলা করে ওসমান চৌধুরী এবং নীরা এস নীরু। নীরা এস নীরুর মামলায় আবারো নিষেধাজ্ঞা আসে মাননীয় আদালত থেকে। এটাও নির্বাচনের দুই দিন আগে। আবারো সোসাইটির গচ্ছা প্রায় ১ লাখ ডলারের উপরে। এই মামলাগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই এক ধরনের মোশন ডিনাই, মোশন ডিনাই চলতে থাকে। অবশেষে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা এবং নির্বাচন কমিশন তাদের আইনজীবীর সাথে পরামর্শ করে আবারো নির্বাচনের আরেকটি তারিখ ঘোষণা করে। সেই তারিখ অনুযায়ী বাংলাদেশ সোসাইটির নির্বাচন হবার কথা আগামী ১৮ সেপ্টেম্বর। এই মামলার ফলে আবারো অনিশ্চিত হয়ে পড়লো বাংলাদেশ সোসাইটির নির্বাচন। যদিও অনেকেই মত প্রকাশ করে বলেছেন, তাদের হাতে যথেষ্ট সময় আছে। সময় আছে এটা ঠিক, কিন্তু নির্বাচনের পূর্বে আবারো কেউ মামলা করলে তা ঠেকাবে কে?

ইয়েলো সোসাইটির আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা

নিউইয়র্ক: গত ২৮ জুন কুইন্স একটি ভেনুতে সভাপতি মোঃ সালমান জাহিদ জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ইয়েলো সোসাইটির উদ্যোগে আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিলো দাবা এবং ক্যারাম। প্রতিযোগিতা পরিচালনা করেন মোরশেদ খান শিবলী, মেজবাহউদ্দিন মিন্টু, সাঈদ ইদ্রিস, মোঃ আমিনুর রহমান খোকন, মোঃ এম রহমান, মাসুদ চৌধুরী, আরবাব চৌধুরী, শামীম চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শাহ আলম, আব্দুল আউয়াল ভূঁইয়া, মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ আলী আক্কাস, সাখাওয়াত বিশ্বাস প্রমুখ। আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকল সদস্যকে ধন্যবাদ জানান ক্রীড়া সম্পাদক কেএম মোক্তাদের হাসান শামীম। প্রেস বিজ্ঞপ্তি।





শেয়ার করুন