ঘণ্টায় ৫০ সেন্ট বাড়ছে ন্যূনতম মজুরি
নিউইয়র্ক স্টেটের সমস্ত ন্যূনতম মজুরিভোগী কর্মচারী নতুন বছর অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ থেকে ঘণ্টায় ৫০ সেন্ট বেশি উপার্জন করতে পারবেন। স্টেটের বেশিরভাগ অঞ্চলে, যার মধ্যে রচেস্টার এলাকা অন্তর্ভুক্ত, ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৬ ডলার হবে। এর ফলে একজন কর্মী সপ্তাহে প্রায় ৬৪০ ডলার এবং বছরে প্রায় ৩৩ হাজার ডলার উপার্জন করবেন। নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেস্টার কাউন্টি এবং লং আইল্যান্ডে ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১৭ ডলার হবে। এ বৃদ্ধি স্টেটের ২০২৪ অর্থবছরের বাজেট অনুমোদনের অংশ হিসেবে করা হয়েছে। ২০২৪ সালে আপস্টেট নিউইয়র্কে ন্যূনতম মজুরি ছিল ১৫ ডলার প্রতি ঘণ্টা এবং নিউইয়র্ক সিটিতে ১৬ ডলারপ্রতি ঘণ্টা। ২০২৭ সাল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধি নির্ভর করবে কনজিউমার প্রাইস ইনডেক্স ফর আরবান ওয়েজ আর্নার্স অ্যান্ড ক্লারিক্যাল ওয়ার্কার্স (সিপিআই-ডাব্লিউ)-নর্থইস্ট রিজিয়ন অনুযায়ী। এটি স্টেটের জন্য সবচেয়ে উপযুক্ত মাপ হিসেবে বিবেচিত। বিশেষ অর্থনৈতিক বা বাজেট পরিস্থিতিতে অফ-র্যাম্প ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে।
ন্যূনতম মজুরি বৃদ্ধির সময়সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ তারিখে যথাক্রমে ৫০ সেন্টস করে বৃদ্ধি পাবে। ২০২৭ সাল থেকে বার্ষিক বৃদ্ধি তিন বছরের সিপিআই-ডব্লিউ গড় অনুযায়ী হবে। এই ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে কর্মচারীদের জীবনযাত্রার খরচ মোকাবিলায় সহায়তা হবে এবং স্টেটের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।