১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ১১:৪৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি মনোয়ার ও সা. সম্পাদক মমিন নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্টিত হবে- প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর হিজাব পরে মেয়েরা ভলিবল খেলায় ইতিহাস গড়লো মামদানির বিজয়ের নেপথ্যে জারা রহিম মুক্তি পাচ্ছেন ব্রিটিশ ভাষ্যকার সামি হামদি জুলাই সনদের বাইরের সিদ্ধান্তের দায় সরকারের : বিএনপি হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘে দুই আইনজীবীর আপিল ১০ মাসে যুক্তরাষ্ট্রে ৮০ হাজারেরও বেশি ভিসা বাতিল নজরদারিতে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা


ডারবানে প্রচন্ড চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২২
ডারবানে প্রচন্ড চাপে বাংলাদেশ ডারবানে শেষ বিকেলে একের পর এক উইকেট নিয়ে এভাবেই উৎসবমুখর হয়ে ওঠে প্রোটিয়া : ছবি অনলাইন


ডারবানে প্রচন্ড চাপে পরে গেছে বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসের সুচনাতেই তিন উইকেট ওই প্রেসারটা মাথায় তুলে নিয়েছে তারা। দলের রান দ্বিতীয় ইনিংসে সবে ১১। আজ ম্যাচের শেষ দিন। বাকী সাত উইকেটে ক্রিজে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জের। যদি টিকে যাওয়া যায়, তাহলে ম্যাচটা ড্র হবে। তবে জয়ের চিন্তাটা মাথায় আনা যাচ্ছেনা আর। কেননা শেষ দিনের তিন ইনিংসে জিততে করতে হবে ২৬৩। উইকেট না হারালে একটা রিক্স নিলে নিতেও পারতো। কিন্তু মাহমুদুল হাসান জয়, সাদমান ও মুমিনুল আউট হয়ে যাবার পর অমন টার্গেট এখন ফিকে হয়ে গেছে। 

ক্রিজে রয়েছেন মুশফিকুর রহীম ও নাজমুল হোসাইন শান্ত। অর্থাৎ প্রথম ইনিংসে দ্বায়িত্বশীলদের ব্যার্থতায় যখন মাহমুদুল হাসান জয় অসাধারন এক ইনিংস খেলে ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে। এখন এদের মধ্যে কাউকে সেভাবে দ্বায়িত্ব নিতে পারলে সন্মান বাঁচবে। নতুবা পরাজয়ের গ্লানিটাও চলে আসতে পারে। তবে ম্যাচের শেষদিন ব্যাটিং করা চ্যালেঞ্চের বিষয়। দিন যত গড়ায় উইকেটও ভেংগে যায়। পারফেক্ট উইকেটের ধরন এমনই।

তবে ডারবানে পঞ্চম দিনে ব্যাটসম্যানদের সঙ্গে কেমন আচরন করে উইকেট সেটা দেখার বিষয়। তবে চতুর্থ দিনের শেষ মুহুর্তে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ দুটি উইকেট নিয়েছেন। হারমার বাকীটি। ফলে স্পিনারদের দাপট চলবে বলেই মনে হচ্ছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের স্পিন খেলার অভ্যাস মন্দ না। কিন্তু সমস্যা হয়ে গেছে তিনটি উইকেটের দ্রুত পতন। রিক্সটা নিতে কঠিন। এ মুহুর্তে অবশ্য সেসন বাই সেসন ধরে খেলতে হবে। এবং অন্যসবাইকেই দ্বায়িত্ব নিয়ে ব্যাটিংটা করতে হবে। তবে এটা ঠিক গোটা বাংলাদেশই চেয়ে থাকবে আজ ব্যাটসম্যানদের দিকে।

প্রোটিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে। ২০৪ রানে অলআউট হয় তারা। মেহেদি হাসান মিরাজ ও এবাদত নেন তিনটি করে উইকেট। তাসকিন নিয়েছেন দুটি। ডিন এলগার সর্বোচ্চ ৬৪ রান করেন দ্বিতীয় ইনিংসে।  


শেয়ার করুন