১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৮:১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে বিএনপির সহায়তা
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে বিএনপির সহায়তা


২০১৪ জামাতের প্ররোচনায় নির্বাচন বর্জন করে আদৌ কিছু অর্জন করেনি। এবার ৯ বছর পর আবারও নির্বাচন বর্জন করা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে বলে অনেকের ধারণা। সরকারি দল সুযোগ পেয়েছে নানা কৌশলে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন করার। এখন অবাধ, নিরপেক্ষ এবং সর্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন করতে কোনো বাধা নেই। নির্বাচনের পর নির্বাচিত সরকারকে অবশ্যই দ্রুত স্বীকৃতি দেবে ভারত, চীন, রাশিয়াসহ কিছু দেশ এবং কালক্রমে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। কিছু বিদেশি শক্তির প্ররোচণায় আন্দোলন এবং নির্বাচন বর্জন করে লাভের চেয়ে ক্ষতি হয়ে গেল বিএনপির। 

সঙ্গে যে কয়েকটি প্রান্তিক দল বড় কথা বলছে ওদের আদৌ কোনো জনসমর্থন নেই। নির্বাচনে এসে সরকারকে চাপে ফেলা এবং শক্তিশালী বিরোধীদল গঠনের বিরাট সুযোগ হারালো বিএনপি। একটি নির্বাচনমুখী রাজনৈতিক দলের জন্য নির্বাচন বর্জন সঠিক সিদ্ধান্ত নয়। দলের তৃণমূলের নেতা-নেত্রীরা নির্বাচনের জন্য মুখিয়ে ছিল। সঠিক নেতৃত্বহীন বিএনপি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে সুযোগ হারলো। দেখা যাচ্ছে বিরোধীদলের কার্যক্রম ক্রমেই জন সমর্থন হারাচ্ছে। আগামী দিনে বিএনপিতে বড় ধরনের ভাঙনের দেখা দিতে পারে। কোনো বিদেশি শক্তি বা তৃতীয় পক্ষ বাংলাদেশে কোনো দলকে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় বসানোর মতো বাস্তবতা নেই। বরং শাসক দল নতুন টার্মে ক্ষমতায় এসে নিজেদের ভুলত্রুটি সংশোধন করে সব দেশের সঙ্গে সুস্পম্পর্ক সম্প্রসারণ করবে। নিষ্ফল হবে বিএনপির কিছু নেতার আন্তরিক প্রচেষ্টা। 

আমি কিন্তু সরকারি দলের একগুঁয়েমিকেও সমর্থন করছি না। বিরাজমান বিশ্ব পরিস্থিতিতে, দেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকারি দলের উচিত ছিল কিছু ছাড় দিয়ে হলেও বিরোধীদলকে নির্বাচনে আনা। সংসদে সত্যিকার অর্থে একটি শক্তিশালী বিরোধীদলের উপস্থিতি সরকার প্রধানের দেশ শাসনে সহায়তা করতো। নিজের দলের মন্ত্রী সাংসদরা সতর্ক থাকতো। দুর্নীতি দমন সহায়ক হতো। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু বাংলাদেশের মতো দেশে সরকারকে স্বেচ্ছাচারী করে তোলে। দায়-দায়িত্ব নিরূপণ করা যায় না। যেসব সরকার চাপ প্রয়োগ করছে, তাদের কাছে সরকার-ঘনিষ্ঠ মানুষদের সম্পদ পাচার এবং বিদেশে সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য আছে বলে নানা সূত্রে জানা গেছে। নির্বাচনের পর কিছু মানুষের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। 

যা হোক প্রসঙ্গে ফেরত আসি সরকারি দল কৌশলে নির্বাচন নিজেদের মূল প্রার্থী এবং বিকল্প প্রার্থীদের মধ্যে সীমিত করে ফেলেছে। আর সরকারকে ফাঁকা মাঠে গোল দিতে সহায়তা করেছে বিএনপির নির্বাচন বর্জন।

শেয়ার করুন