০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ব্রঙ্কস বরো বিএনপির নতুন দুটি কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৩
ব্রঙ্কস বরো বিএনপির নতুন দুটি কমিটি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগরস্থ ব্রঙ্কস বরোর দুটি কমিটি গঠিত হয়েছে। গত ১৬ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ একটি রেস্টুরেন্টে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ব্রঙ্কস বরো শাখাকে দুটি সাংগঠনিক কমিটি ঘোষণা করে বিএনপি নেতা লিয়াকত আলীকে আহ্বায়ক ও কৃষিবিদ মোহাম্মদ সুলেমানকে সদস্য সচিব ব্রঙ্কস ইস্ট বিএনপি কমিটি এবং বিএনপি নেতা আনোয়ারুল আলম ভূইয়াকে আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান দুলালকে সদস্য সচিব করে ব্রঙ্কস ওয়েস্ট বিএনপি কমিটি অনুমোদন করা হয়। 

কমিটির অন্য নেতৃবৃন্দ হচ্ছেন ব্রঙ্কস ইস্ট বিএনপি আহ্বায়ক লিয়াকত আলী (সিলেট), যুগ্ম-আহ্বায়ক মমতাজ আহমদ উদ্দিন (কুমিল্লা), রেজাউল করিম রেজা (খুলনা), শামীম মিয়া (মৌলভীবাজার), আজিজুল বারী তিতাস (বি.বাড়িয়া) মোক্তাদির হোসেন (মৌলভী বাজার), মখলিছুর রহমান সুজন (নেত্রকোনা), সুলেমান সরকার জীবন (দিনাজপুর), ইউছুফ হাওলাদার (বরিশাল), আলী আশরাফ ভূইয়া (কুমিল্লা), মফিজ উদ্দিন মাসুম (লক্ষ্মীপুর), সৈয়দ আবুল কাসেম (মৌলভীবাজার), আজাদুর রহমান (সিলেট), ওলি আহমেদ চৌধুরী (সিলেট), আকবর হোসেন (কুমিল্লা), সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ সোলায়মান (চাঁদপুর), যুগ্ম-সদস্য সচিব মাসুদ পারভেজ মুক্তা (শেরপুর), সদস্য মঈন উদ্দিন নটু (নোয়াখালী), মোহাম্মদ মোশাররফ হোসেন (মানিকগঞ্জ), মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (নোয়াখালী), আনোয়ারুল ইসলাম (বি.বাড়িয়ায়া), মো. দেলওয়ার হোসেন (সিলেট), সৈয়দ আব্দুল বাসিত( সিলেট), মোয়াজ্জেন হোসেন (পাবনা), এস আর রোজি হোসেইন (বাগেরঘাট), আদনান আহমদ (সিলেট), আব্দুল ওয়াহেদ তামজিদ (মৌলভীবাজার), শাহজাহান টিপু (সিলেট), চৌধুরী মুমিত তানিম (মৌলভীবাজার), মোহাম্মদ বাদল (ফরিদপুর), পারভেজ আহমদ (মৌলভীবাজার), মোহাম্মদ আখন্দ (বগুড়া), ইমন হোসেন (যশোর), মনিরুল ইসলাম আলমগীর (সিলেট), এনায়েত খান (সুনামগঞ্জ)। 

ব্রঙ্কস ওয়েস্ট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে 

আহ্বায়ক আনোয়ারুল আলম ভূইয়া, যুগ্ম-আহ্বায়ক আখতারুজ্জাম হ্যাপি (টাঙ্গাইল), সুলতান মাহমুদ সিদ্দিকি (নওগাঁ), বদরুল হোসেন জাকির (মৌলভীবাজার), শামসুদ্দীন বিল্লাল (শেরপুর), হাফিজ উদ্দিন (মায়মনসিংহ), আবুল কালাম আজাদ (মৌলভীবাজার), শেখ আক্তার হোসেন নানু (হবিগঞ্জ), মো. ফুল মিয়া (কুমিল্লা), কবির হোসেন ফারুক (সিলেট), নাসির উদ্দিন নাসিম (বরিশাল), দিলদার হোসেন (মৌলভীবাজার), মোজাম্মেল হক তোতা (ময়মনসিংহ), টিটু চৌধুরী (সিলেট), শরিফ হোসেন নিরব (নোয়াখালী), সদস্য সচিব এম রহমান দুলাল ( হবিগঞ্জ), যুগ্ম-সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকি (চাঁদপুর), সদস্য এস এম রউফ (বি.বাড়িয়া), মুক্তিযোদ্ধা আবুল মনসুর (মানিকগঞ্জ), হারুনুর রসিদ (নেত্রকোনা), কামাল উদ্দিন (নোয়াখালী), আব্দুল মোতাল্লেব  (কুমিল্লা), নাসির উদ্দিন চিনু (বরিশাল), হেলাল উদ্দিন (জামালপুর), মামুনুর রসিদ (ঠাকুরগাঁও ), হোসনা আক্তার (নেত্রকোনা) নজরুল ইসলাম চৌধুরী (হবিগঞ্জ), মমতাজ উদ্দীন পুলিশ (টাঙ্গাইল), শামীম মিয়া (বরিশাল), মোহাম্মদ আশিফ (বরিশাল), ফখরুল ইসলাম মেম্বার (সিলেট), খালেদ সাইফুল্লাহ (সিরাজগঞ্জ), মেহেদি হাসান (শরীয়তপুর), মো. সালাহউদ্দিন (কুমিল্লা), মোহাম্মদ হাসান (সিলেট)।

সংগঠনের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও  সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম স্বপন, এ জি এম জাহাঙ্গীর হোসাইন, ইমরান শাহ রন, আব্দুর রহিম, শরিফুল খালিশদার, সৈয়দ গৌছুল হোসেন, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক, আনোয়ার জাহিদ, মানিক আহমদ, যুগ্ম-সদস্য সচিব কামরুল হাসান, সদস্য মোহাম্মদ জাফর তালুকদার, লিয়াকত আলী, শাহ কামাল উদ্দিন ও মোহাম্মদ আলী রাজা প্রমুখ।

শেয়ার করুন