২০ মে ২০১২, সোমবার, ০৬:১০:২৬ পূর্বাহ্ন


ওয়াশিংটনে উৎসবে গুলি, নিহত ২
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২৩
ওয়াশিংটনে উৎসবে গুলি, নিহত ২


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে এলোপাতাড়ি গুলিতে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। গত ১৭ জুন শনিবার রাতে ওয়াশিংটনে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক ফেস্টিভাল ঘিরে এই গুলির ঘটনা ঘটেছে। পুলিশ বলেছ, সেখানকার জর্জ অ্যাম্ফিথিয়েটারে ওই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবস্থলের পাশে (ক্যাম্পগ্রাউন্ড) যেখানে হাজারো মানুষ থাকছেন সেখানে এই গুলির ঘটনা ঘটেছে।

গ্র্যান্ট কাউন্টির শেরিফ অফিসের তথ্য কর্মকর্তা কাইল ফোরম্যান বলেন, তারা শনিবার রাত সাড়ে আটটার দিকে প্রথম গুলির খবর শুনতে পান। প্রাথমিক তথ্য অনুসারে, প্রথম দফায় গুলি চালানোর পর ওই বন্দুকধারী ক্যাম্পগ্রাউন্ডে ঘুরে ঘুরে গুলি চালান। পুলিশ সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত এভাবে গুলি চালিয়েছেন ওই বন্দুকধারী। ফোরম্যান বলেন, পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এই বন্দুকধারী সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে গুলির খবর পাওয়ার পর ওই উৎসব বন্ধ করা হয়নি, শুধু সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এমনকি গুলির ঘটনার পরও রোববার ভোর পর্যন্ত ওই উৎসব চলেছে।

শেয়ার করুন