০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জেলহত্যা দিবস পালন
শেখ শফিকুর রহমান
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জেলহত্যা দিবস পালন বক্তব্য রাখছেন আব্দুস সামাদ আজাদ


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গত ৩ নভেম্বর শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু।

সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ-সভাপতি শামসুদ্দীন আজাদ, সহ-সভাপতি লুৎফুর করিম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজি দুলাল মিয়া এনাম, উপ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সদস্য শাহানারা সিদ্দিক, সদস্য জহির আহমদ জহির, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ-সভাপতি হুমায়ুন কবীর, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম ভূইয়া, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আশরাফ উদ্দীন হোসেন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির উদ্দীন স্বপন, যুক্তরাষ্ট্র যুব কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি সদরুদ্দিন আহমদ, নিউইয়র্ক স্টেট ছাত্রলীগের সভাপতি রায়হান মাহমুদ, আলাবামা স্টেট ছাত্রলীগের সভাপতি ফিদা হোসেন, ছাত্রলীগ নেতা মো. সানজিদ হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন বিশ্বের অনেকের কাছে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন হিংসার কারণ হয়ে দাঁড়িছেন। তার সঠিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

শেয়ার করুন