০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মোস্তফা কাসুভাই ওরেগন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক পদে মনোনীত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৪
মোস্তফা কাসুভাই ওরেগন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক পদে মনোনীত বিচারক মোস্তফা তাহের


হোয়াইট হাউস ওরেগনের মোস্তফা তাহের কাসুভাইকে ওরেগন ডিস্ট্রিক্ট কোর্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট জজ হিসেবে মনোনীত করেছেন।

বিচারক কাসুভাই বর্তমানে ওরেগন ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের একজন মার্কিন ম্যাজিস্ট্রেট জজ হিসেবে কাজ করছেন। তিনি ফেডারেল বেঞ্চে প্রথম মুসলিম আমেরিকান ম্যাজিস্ট্রেট। মুস্তাফা কাসুভাই ২০১৮ সাল থেকে ইউজিনের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে একজন ফেডারেল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সপ্তাহে রাষ্ট্রপতি জো বাইডেন কাসুভাইকে মার্কিন জেলা আদালতের বিচারক হিসেবে মনোনীত করেন। কাসুভাই এর আগে তিনি লেন কাউন্টি সার্কিট কোর্টে বিচারক হিসেবে প্রায় এক দশক কাটিয়েছেন এবং ইউজিন এবং ক্লামাথ ফলসে দেওয়ানি আইন প্র্যাকটিস করেন।

শ্রম আইনের মামলায় প্র্যাকটিস করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। সিনেটে তার নিয়োগ নিশ্চিত করলে বিচারক কাসুভাই হবেন ওরেগনের ফেডারেল জেলা আদালতে দায়িত্ব পালনকারী প্রথম মুসলিম এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল জেলা আদালতের বিচারক হিসাবে দায়িত্ব পালনকারী তৃতীয় মুসলিম হিসেবে ইতিহাস তৈরি করবেন।

বিচারক মোস্তফা কাসুভাই ১৯৭০ সালে ক্যালিফোর্নিয়ার রেসেডায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে বার্কলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিএস এবং পরে ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অব ওরেগন স্কুল অব ল থেকে জেডি ডিগ্রি অর্জন করেন। তার বাবা-মা ভারতের মুম্বাই থেকে অভিবাসী। সিনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে মোস্তাফা কাসুভাই তার সাক্ষ্য বলেন, নম্রতা হলো আদালতের ভিত্তি’ এবং দেশের আইন ও সংবিধান সমুন্নত রাখা। সুতরাং আমি যখন বেঞ্চে বসি তখন আমি যা করার চেষ্টা করি তা হলো আমি লোকেদের প্রতি করুণা ও ধৈর্যধারণ করি।’ যখন আমি একটি রায় ঘোষণা করি যে কেউ বিজয়ী হোক বা না হোক, আমি চাই সেই রায়টি এমনভাবে প্রকাশ করা হোক, যা তাদের আদালতকে এমন একটি জায়গা হিসেবে ভাবতে সাহায্য করে।

শেয়ার করুন