২০ সেপ্টেম্বর ২০১২, শুক্রবার, ০৩:৪১:৪৭ অপরাহ্ন


সৌহার্দ্য ও সম্প্রীতিতে গোলাপশাহ অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৪
সৌহার্দ্য ও সম্প্রীতিতে গোলাপশাহ অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন সংগঠনের কর্মকর্তা ও অতিথিবৃন্দ


সৌহার্দ্য সম্প্রীতির অটুট বন্ধনে গ্রামভিত্তিক বৃহত্তম সংগঠন যুক্তরাষ্ট্রস্থ গোলাপশাহ অ্যাসোসিয়েশন গত ২৫ আগস্ট লং আইল্যান্ডের হেমস্টেট লেইক স্টেট পার্কে বার্ষিক বনভোজনের আয়োজন করে। বনভোজনে নিউইয়র্কে বসবাসরত সংগঠনের সর্বস্তরের উপস্থিতিতে বনভোজন হয়েছিল মিলন মেলায়। বনভোজনে আসা অনেকে অনেকের সঙ্গে দীর্ঘদিনের ব্যবধানে সাক্ষাতে অনেক আবেগাপ্লুত হয়ে পড়েন। একে অন্যের ব্যক্তিগত পারিবারিক খোঁজখবর নেন। বাচ্চারা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। এ আনন্দ তাদের জন্য শেষ সুযোগ, কেননা ১০ দিন পরে অর্থাৎ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে স্কুল খুলবে।

বনভোজনে খেলাধুলা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রতে ১ম পুরস্কার আই ফোন প্রোমেক্স। ২য় পুরস্কার স্বর্ণের চেইন। ৩য় পুরস্কার লেপটপ। ৪র্থ স্মার্ট টিভি। ৫ম স্মার্ট টিভি। ৬ষ্ঠ অ্যাপেল ওয়াচ। ৭ম ইয়ার পড। ৮ম নিউইয়র্ক-ফ্লোরিডা রিটার্ন টিকেট। খেলাধুলার মধ্যেই ছিল রশিটানা, বাচ্চাদের দৌড়, মহিলাদের বালিশ চালানো ও হাঁড়ি ভাঙা। বনভোজনে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, মোস্তফা কামাল, বর্তমান সভাপতি আব্দুল মান্নান, বর্তমান সেক্রেটারি রেজাউল আলম অপু, সাবেক সেক্রেটারি নজমুল হক মাহবুব, শামীম আহমদ, বিয়ানীবাজার সমিতির বর্তমান সহ-সভাপতি মুহিবুর রহমান রুহুল, সমিতির উপদেষ্টা ফয়সল আহমদ, আব্দুন নুর। বনভোজনকে সার্থক ও সুন্দর করার জন্য শহিদ আহমদ সপুকে আহ্বায়ক ও জাকির হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে বনভোজন পরিচালনা কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-আবুল হাসনাত রাগিব মাহমুদ (তাপাদার), সাবলু উদ্দীন, মাসুম আলম, শামীম আহমদ, আতিকুল ইসলাম জাকির, জামাল হোসেন, দেলোয়ার হোসেন টিপু, দেলোয়ার হোসেন সুমন, শাহান আহমদ, মামুনুর রশীদ, রিপন পাটওয়ারী, শরফ উদ্দীন, আব্দুস সামাদ, কয়েস আহমদ আবু তাহের। বনভোজনকে সার্থক ও সুন্দর করতে সংগঠনের সভাপতি শামছুল হক বেবুল ও সেক্রেটারি জয়নাল হোসেন নুর বিরামহীন পরিশ্রম সকলের প্রশংসায় ভাসছেন। অনেককে বলতে শোনা যায়, বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন কার্যক্রম সবার দৃষ্টিগোচর হয়েছে। বিগত সময়ে যা দেখা যায়নি। দিন শেষে র‌্যাফেল ড্রর পুরস্কার বিতরণ করা হয়। সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও সবার সহযোগিতা আয়োজন সুন্দর ও সার্থক হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন