১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০৬:১৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার একমাত্র উত্তর ভালোবাসা’ বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনার দ্বার উম্মোচিত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে- ড. ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩-দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ সুন্দরবন দিবসের বিষয়ে তরুণ প্রজন্ম কিছুই জানে না! ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন দুবাই পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে- ড. ইউনূস মানবাধিকার লঙ্ঘনে শেখ হাসিনা সরাসরি জড়িত- ভলকার টার্ক হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা


সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
সারা’র নতুন বছরকে বরণ ও মিলন মেলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৫
সারা’র নতুন বছরকে বরণ ও মিলন মেলা অনুষ্ঠানে রিয়ালেটরবৃন্দ


নিউইয়র্কে বাংলাদেশী রিয়েলেটরদের সংগঠন সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলেটর এসোসিয়েশন। ব্যবসার স্বার্থে এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি গড়ে তোলার উদ্দেশ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। প্রবাসী বাংলাদেশীদের স্বপ্ন পূরণে এরা কাজ করে থাকেন এ সব রিয়েলেটররা। এবার নিজেদের স্বপ্নের কথা জানালেন অনুষ্ঠানের মাধ্যমে। সরওয়ার খান বাবু এবং মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে আহবায়ক কমিটির প্রথম অনুষ্ঠানটিই ছিলো চমৎকার। পুরো অডিটোরিয়াম ভর্তি ছিলো রিয়েলেটরদের মিলন মেলায় এবং কম্যুনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে।

গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় বর্ণাঢ়্য আয়োজনে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলেটর এসোসিয়েশনের (সারা’র) প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির সিরাজি ব্যাঙ্কুয়েট হলে জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরু থেকেই গল্প আড্ডায় মেতে ওঠেন নতুন এই সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে রেজিষ্ট্রার্ড রিয়েলেটর ছাড়াও ইনভেস্টর, লোন অফিসার এবং এটর্নিরা উপস্থিত ছিলেন।

মেহের খানজাদার উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কের পরিচিত মুখ এবং সংগঠনের আহবায়ক সারোয়ার খান বাবু। তিনি অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সদস্য সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। সুন্দর এবং প্রাণবন্ত অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান অতিথিরা।

অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন জয়েন কনভেনর শামীম আহমেদ, আসিফ চৌধুরী ও মাসুদ সিরাজি। জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন ইভান স্মিথ, কেভিন লেদারম্যান, ড্যানিওয়েলা ডায়াজের মত প্রতিষ্ঠিত পেশাজীবীরা।

অনুষ্ঠানে স্পন্সর ছাড়াও একাধিক গুণি ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন আহবায়ক সরোয়ার খান বাবু, সদস্য সচিব বেলায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে অ্যাবারনির প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান শাহীন ও শাকিল আহমেদ, সারার জয়েন কেনভেনর মোহাম্মদ সাইফুল ইসলাম, জয়েন কনভেনর আজিজুল হক মুন্না, আবু এস চৌধুরী, মোহাম্মদ করিম, সেলিম রেজা, চীপ কো-অডির্নেটর জসিম চৌধুরী, জয়েন কনভেনর হাবিবুর রহমান, মোহাম্মদ চৌধুরী, ফেরদৌস কায়েস, জাফর সাদিক, গোলাম হোসেন, মোহাম্মদ ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া এডহক কমিটির মোহাম্মদ মারুফ মিয়া, জয়েন সেক্রেটারী মোহাম্মদ মাসুদ প্রামানিক, নুরুজ্জামান সরদার, শামীম নাসের, মির্জা মোহাম্মদ হোসাইনসহ অন্যরা অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেছেন।

শেয়ার করুন