৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২৯:৪০ অপরাহ্ন


মির্জা ফখরুলের মন্তব্য
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-০৬-২০২৫
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান তারেক রহমান


৫ আগস্টের পর ঘুরে ফিরে একটা কথা বিএনপির কাছে জানতে চাইছে বাংলাদেশের অনেক মানুষ। কবে দেশে ফিরবেন তারেক রহমান। শেখ হাসিনার পর দেশের হাল ধরার একমাত্র ব্যাক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে গড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ মুহূর্তে তার কাছেই দেশ নিরাপদ। প্রফেসর ইউনূস রাষ্ট্র চালাচ্ছেন সফলতার সাথেই। কিন্তু তিনি নির্বাচিত কোনো ব্যক্তি নন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দেশ এগিয়ে নিতে নির্বাচিত সরকারেরই প্রয়োজন। নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও দলটির শীর্ষ নেতাদের প্রায় সবই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাকিরা জর্জরিত নানা দু:স্কর্মে। তাদের বিরুদ্ধে চলছে নানা মামলা। কেউ গ্রেফতার হয়ে কারাগারে। কেউ লুকিয়ে। নেই টু শব্দ। ফলে এ মুহূর্তে দেশের অন্যতম সেরা জনপ্রিয় বিএনপিই নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সরকার গঠন করবে। আর তার নেতৃত্বে থাকছেন তারেক রহমান। স্বাভাবিক কারণেই তারেকের দেশে ফেরার ওই প্রত্যাশা। 

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘শিগগিরই’ দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ জুন মঙ্গলবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সম্ভাবনার কথা শোনান। বিএনপি মহাসচিব বলেন, “তারেক সাহেব নিশ্চয় দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন।” কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, “শিগগিরই ফিরবেন।” তবে দিনক্ষণ কোনো কিছুই বলেননি বিএনপি মহাসচিব। ব্রিফিংয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো আছেন বলে মনে হয়। ডাক্তাররাও বলেছেন, তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।” চোখের অস্ত্রোচারের জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। সেখানে অস্ত্রোপচারের পর দেশে ফেরেন ঈদের আগের রাতে। সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকার গুলশানে; বিএনপি চেয়ারপারসের কার্যালয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকার গুলশানে; বিএনপি চেয়ারপারসের কার্যালয়ে। সেখানে রাজনীতি, নির্বাচন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক, নির্বাচনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা, অন্তবর্তী সরকারের কর্মকাণ্ড, সংস্কার কমিশনসহ নানা বিষয়ে কথা বলেন তিনি। বিএনপি ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন; নির্বাচন হবে আগামী এপ্রিলের প্রথমার্ধে।

সরকারের এ সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “দেখুন, এই ব্যাপারে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা আশা করছি, সরকারকে এটা বিবেচনা করবে, বাস্তবতার পরিপ্রেক্ষিতেই বিবেচনা করবে।” লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এ বৈঠক হওয়ার কথা বলছে বিএনপি। এক সাংবাদিক জানতে চান, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এ বৈঠকের মধ্য দিয়ে ভোটের তারিখে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা দেখেন কিনা।

বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমি খুবই ইতিবাচক মানুষ এবং আমি সবসময়ে পজেটিভ দিকটাই দেখতে চাই, ব্রাইট দিকটা দেখতে চাই। তাতে করে আমি মনে করি, এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে। “এটাই সঠিক সময়, সঠিক স্থান, সঠিক জায়গা, যেখানে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে আর কি।”

২০০৮ সালে কারামুক্তির পর তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমানও তার সঙ্গে ছিলেন। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি। গতবছর ৫ অগাস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর তারেক রহমান একের পর এক মামলা থেকে খালাস পান। সবশেষ গত ২৮ মে দুদকের মামলায় স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে তারেক রহমানের সাজার রায় বাতিল করে তাদের খালাস দেয় হাই কোর্ট। ১৭ বছর পর গত ৬ মে শাশুড়ির সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা; তবে তারেকের এখনও ফেরা হয়নি।

শেয়ার করুন