২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৩:৩৩:৫৫ পূর্বাহ্ন


কোয়ার্টারের মেসির আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২২
কোয়ার্টারের মেসির আর্জেন্টিনা গোলের পর মেসি/ছবি সংগৃহীত


 কাতার বিশ্বকাপের কোয়ার্টারে উঠে গেছে আর্জেন্টিনা। অপেক্ষাকৃত দুর্বল অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে ওই যোগ্যতা অর্জণ করেছে তারা। আর্জেন্টিার দুই গোলদাতা লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। মেসির জন্য ম্যাচটি ছিল একটি স্বরনীয় ম্যাচ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হাজারতম ম্যাচ ছিল এটা। সেটাতে নিজে গোল করে রঙ্গীন করে রেখেছেন মুহুর্তটা। 


দীর্ঘদিনের সতীর্থ ডি মারিয়াকে ছাড়াই খেলতে নামেন এদিন মেসি। কিন্তু জতে জয় অধরা থাকেনি। খেলার ৩৪ মিনিটে বাঁপায়ের দুর্দান্ত এক শটে বল অস্ট্রেলিয়ার জালে পাঠিয়ে গোল উৎসবে মেতে ওঠেন। ওই এক গোলই বহাল থাকে প্রথমার্ধে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে বসে আলভারেজ। 


৫৭ মিনিটে তিনি গোলটি করে বসেন অবশ্য অজি গোলরক্ষকের ভূলে। সতীর্থদের কাছ থেকে ব্যাক পাস ধরে ড্রিবলিং করে পাস দিতে গিয়েছিলেন। কিন্তু সেটা রাখতে পারেননি। আলভারেজ সেটা থেকে বল জালে পাঠিয়ে দলকে ২-১ এ নিয়ে যান। এরপর আর্জেন্টিনাও হজম করে গোল। সেটা ছিল আত্বঘাতী। 

অস্ট্রেরিয়ান এক খেলোয়াড় থেকে আসা বল এনজো ফার্নান্দেজের পায়ে লেগে নিজ জালে ঠাই মেলে। এ ব্যাবধানই শেষ পর্যন্ত অব্যহত থাকে। 



শেয়ার করুন