২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৪:২৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


মহানগর উত্তর বিএনপির শহিদ জিয়ার জন্মবার্ষিকী পালন
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২৩
মহানগর উত্তর বিএনপির শহিদ জিয়ার জন্মবার্ষিকী পালন বিএনপি উত্তরের অনুষ্ঠানে নেতৃবৃন্দ



বিএনপি উত্তরের অনুষ্ঠানে নেতৃবৃন্দ



নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গত ১৯ জানুয়ারি যথাযথ মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ব্রঙ্কসের একটি টিউটোরিয়ালে মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহ্বায়ক জেড এম জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জিয়াউর রহমানের কর্মজীবন নিয়ে আলোচনা করেন যুগ্ম আহ্বায়ক ইমরান শাহ রন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর বিএনপির  (উত্তর) যুগ্ম আহ্বায়ক শরিফুল খালিসদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ গৌছুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মানিক আহমেদ, যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, সিনিয়র সদস্য জাফর তালুকদার, সদস্য মোহাম্মদ লিয়াকত আলী, সদস্য শাহ্ কামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মমতাজ উদ্দীন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সদস্য মো. সুলায়মান, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ সিদ্দিকী, সুলায়মান সরকার, মখলিছুর রহমান সুজন, মো. আলী আশরাফ, হাফিজ উদ্দীন, তোজাম্মেল হক, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বেলাল মসজিদের পেশ ইমাম মওলানা মইনুল ইসলাম দোয়া পরিচালনা করেন বাংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মওলানা আবুল কাসেম ইয়াহিয়া।

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, কারামুক্তি এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান তাঁর সহধর্মিণী ডা. জুবায়দা রহমানসহ বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন